Tripura

3 months ago

Tripura:ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন : ফটিকরায়ে কংগ্রেসের জমজমাট প্রচার

Tri-tier Panchayat Elections
Tri-tier Panchayat Elections

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জমে উঠেছে শাসক বিরোধীদের মধ্যে রাজনৈতিক প্রচার। ঊনোকোটি জেলার কুমারঘাট ব্লক এলাকায়ও তুঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচি। হাতে আর মাত্র এক দিন। এর পরই শেষ হবে নির্বাচনী সরব প্রচার।

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ভোট প্রচারের শেষ লগ্নে ফটিকরায় বিধানসভায় হঠাৎই জেগে উঠেছে কংগ্রেস। বছরভর তাদের ময়দানে দেখা না গেলেও নির্বাচনের মুখে স্থানীয় এমড়াপাশা বাজারে নিজেদের অস্তিত্বের জানান দিয়ে প্রচারের ঝাঁঝ বাড়িয়েছে কংগ্রেস। প্রার্থীদের সমর্থনে জেলা ও রাজ্যস্তরীয় নেতৃত্বদের উপস্থিতিতে এমড়াপাশা এলাকায় বর্নাঢ্য মিছিল ও সভা সংগঠিত করেছে ফটিকরায় ব্লক কংগ্রেস। ছিলেন দলের দুই বিধায়ক বীরজিৎ সিনহা ও গোপাল রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি তথা পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের কো-ইনচার্জ রাখু দাস সহ অন্যরা।এদিন প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে এমড়াপাশা বাজারে একটি মিছিল সংগঠিত করে কংগ্রেস। উজ্জীবিত কর্মী সমর্থকদের সঙ্গে মিছিলে হাঁটেন বিধায়ক বীরজিৎ সিনহা, গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্বরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের প্রাক্তন প্রদেশ সভাপতি পীযূষকান্তি বিশ্বাস অভিযোগ করেন, রাজ্যের শাসক দলীয় মন্ত্রী বিধায়করা মাফিয়াদের সাথে নিয়ে সরকার পরিচালনা করছেন। সাধারণ মানুষ বাকস্বাধীনতা হারিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিজেপির শাসনে সাধারণ মানুষ আক্রান্ত। তাদের কোনও নিরাপত্তা নেই রাজ্যে। রাজ্যের মন্ত্রী বিধায়করা নিগোসিয়েশন বাণিজ্যে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ কংগ্রেস নেতাদের।

You might also like!