Tripura

4 weeks ago

Sudhanshu Das: ত্রিপুরার যুবক-যুবতীদের মধ্যে প্রতিভার কোন অভাব নেই : মন্ত্রী সুধাংশু দাস

Sudhanshu Das
Sudhanshu Das

 

কৈলাসহর (ত্রিপুরা):  ত্রিপুরার যুবক-যুবতীদের মধ্যে প্রতিভার কোন অভাব নেই। বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশের জন্য রাজ্য সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে।  কৈলাসহরে উনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত উনকোটি জেলাভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।

মন্ত্রী সুধাংশু দাস আরওনবলেন, রাজ্যের যুবক-যুবতীরা যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে তাদের প্রতিভা রাজ্যে ও জাতীয়স্তরে তুলে ধরতে পারে সেই লক্ষ্যেই যুব উৎসবের আয়োজন করা হয়। যুব সমাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ। যুব সমাজকে সমৃদ্ধ রাজ্য গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের তৈরি বিজ্ঞান মডেল পরিদর্শন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জিলা পরিষদ সদস্য শ্যামল দাস, বিমল কর, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রমুখ। প্রসঙ্গত, যুব উৎসবে মোট ১২টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগে জেলার বিজয়ীরা রাজ্যভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করবে।

You might also like!