Tripura

8 months ago

Dr. Manik Saha:জাতি জনজাতি মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান সরকার : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা : জাতি জনজাতি মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান সরকার।  ভারতীয় জনতা পার্টির জনজাতি কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ২৩ বছর ধরে রাজ্যে ব্রু-রিয়াং শরণার্থীদের সমস্যা চলছিল। তাদের জন্য কেউ চিন্তা করেনি। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়ে তাদের পুনর্বাসন দিয়েছে। সবচেয়ে বড় বিষয় হল বর্তমান সরকার জনজাতিদের সম্মান দিতে জানে। প্রথম কোন জনজাতি মহিলাকে রাষ্ট্রপতি হিসেবে দেশে নির্বাচিত করেছে এই সরকার।

মুখ্যমন্ত্রী কংগ্রেস এবং সিপিআইএমকে সমালোচনা করে বলেন, কমিউনিস্টদের কাজই হলো বিভেদ সৃষ্টি করা। ভোট গেলে তারা মানুষকে ভুলে যায়। আশ্চর্য হয়, যে কংগ্রেসের বাড়ি ঘরে এত বছর কমিউনিস্টরা সন্ত্রাস করেছে তাদের সাথে গিয়ে হাত মিলিয়েছে কংগ্রেস। বর্তমানে দেখা যাচ্ছে কংগ্রেস অফিস থেকে সিপিআইএমের পতাকা বের হয়, আর সিপিআইএমের অফিস থেকে কংগ্রেসের পতাকা বের হয়।

এদিকে এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি কৃতি সিং দেববর্মা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।

You might also like!