Tripura

1 year ago

Tripura:ত্রিপুরায় পুজোর চাঁদা-জুলুম, আত্মরক্ষায় বাড়ি ছেড়ে জঙ্গলে নৈশযাপন পরিবারকে

Puja extortion-oppression in Tripura, family leaves home and spends night in forest in self-defence
Puja extortion-oppression in Tripura, family leaves home and spends night in forest in self-defence

 

উদয়পুর (ত্রিপুরা), ৫ অক্টোবর  : আর মাত্র কয়েকদিন বাকি শারদীয়া দুর্গোৎসবের। পূজাকে কেন্দ্র করে ত্রিপুরার জাতি-উপজাতি অংশের মানুষের মধ্যে দেখা যায় উৎসাহ উদ্দীপনা। কিন্তু বর্তমানে চাঁদা নিয়ে মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। চাঁদার জুলুমবাজি এতটাই বেড়েছে যে আত্মরক্ষার জন্য বাড়িঘর থেকে পালিয়ে জঙ্গলে রাত কাটাতে হয়েছে একটি পরিবারকে।

ঘটনাটি ঘটেছে গোমতি জেলার উদয়পুর মহারানি এলাকায়। জনজাতি মহিলা অঞ্জলি জমাতিয়া কিছু দিন আগে মহারানি এলাকায় জায়গা কিনে বাড়িঘর করে দুই মেয়ে ও স্বামীকে নিয়ে বসবাস করছেন। অঞ্জলি জমাতিয়া জানান, বুধবার রাত প্রায় ১২টা নাগাদ মহারানি ব্রীজ এলাকায় নবশক্তি ক্লাবের কতিপয় সমাজদ্রোহী তাঁর বাড়িতে গিয়ে দুর্গা পূজার চাঁদা দাবি করে। এত রাতে কেন চাঁদার জন্য বাড়িতে এসেছেন, চাঁদা নিতে হলে দিনের বেলা আসতে হবে বলে জানান অঞ্জলি।

এর পর ক্লাবের কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক অঞ্জলি জমাতিয়ার গায়ে হাত তুলে। ভয়ে তাঁর দুই মেয়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় রাতে। আজ বৃহস্পতিবার বিকেলে উদয়পুর মহিলা থানায় গিয়ে ক্লাবের ওই সব সমাজদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ জানান অঞ্জলি জমাতিয়া। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাজীব দাশ, নিতাই গোপ, উত্তম ঘোষ, বাপি সাহা, শেখর দাশ, রাহুল গুপ্ত, তন্ময় দাশ, নারায়ণ দাশ ও শেখর দাশগুপ্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

You might also like!