Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Tripura

5 months ago

Shri. Pranjit Singha Roy: কৃষকদের উন্নয়ন করতে না পারলে দেশ কিংবা রাজ্যের উন্নয়ন অসম্ভব : অর্থমন্ত্রী

Shri. Pranjit Singha Roy
Shri. Pranjit Singha Roy

 

উদয়পুর (ত্রিপুরা),  ৭ ফেব্রুয়ারি : অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত দিয়ে গোমতী জেলার উদয়পুরের দুধপুস্করনী এলাকায় রাজ্যস্তরের ওয়াটার শেড যাত্রা কর্মসূচীর সূচনা হয়। অর্থমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, সহকারি সভাধিপতি সুজন সেন, কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা সহ দপ্ত দপ্তরের আধিকারিকরা।

অর্থমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, গ্রামীণ এলাকায় কৃষকদের উন্নয়ন করতে না পারলে দেশ কিংবা রাজ্যের উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয়। একে লক্ষ রেখে প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার কাজ শুরু করেছেন সারাদেশে। বসে নেই এই রাজ্যও। অর্থমন্ত্রী আরও বলেন, নির্বাচিত কৃষকদের মাইক্রো উদ্যোক্তা ও জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ একদিনে করে বসে থাকলে হবে না। ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে কৃষকদের পাশে থেকে রাজ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে যাওয়া প্রয়োজন। তিনি বলেন এই প্রকল্পের সুফল কৃষকদের জীবনমান উন্নয়ন এবং সামগ্রিক কৃষি অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

You might also like!