Tripura

2 months ago

Agriculture Minister Ratan Lal Nath:নিজে স্বচ্ছ থাকা ও পরিবেশ স্বচ্ছ রাখার জন্য সবাইকে সচেতন করতে হবে : কৃষিমন্ত্রী

Agriculture Minister Ratan Lal Nath
Agriculture Minister Ratan Lal Nath

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নিজে স্বচ্ছ থাকা এবং পরিবেশ স্বচ্ছ রাখার জন্য সবাইকে সচেতন করতে হবে। তবেই আমরা স্বচ্ছ ভারত গঠন করতে পারব। এই কর্মসূচিতে সবাইকে সামিল হতে হবে। পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরে এক সভায় পৌরোহিত্য করে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ একথা বলেন।

জানা গিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মোহনপুর মহকুমার প্রতিটি ব্লক ও মোহনপুর পুর পরিষদ এলাকায় স্বচ্ছতা-হি-সেবা অভিযান পালন করা হবে। মোহনপুর পুর পরিষদ কার্যালয়ের কনফারেন্স হলে বুধবার এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ।

মোহনপুর ব্লকের মনতলা, কালাছড়া, মহিনীপুর, ঈশানপুর, ফটিকছড়া গ্রামপঞ্চায়েতগুলিকে স্বচ্ছতা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য পুরস্কৃত করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ পঞ্চায়েতগুলির প্রধান, উপপ্রধানের হাতে স্বচ্ছতার স্মারক তুলে দেন মন্ত্রী রতন লাল নাথ।

প্রসঙ্গত, স্বচ্ছতা-হি-সেবা অভিযান উপলক্ষে মোহনপুর মহকুমায় স্কুলভিত্তিক বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান, র‍্যালি, ক্যুইজ প্রতিযোগিতা, বসেআঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুড ফেস্টিভেলের আয়োজন করা হবে।

উল্লেখ্য, এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব দাস, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন, মোহনপুর ব্লকের বিডিও ধৃতিশেখর রায়, মোহনপুর পুর পরিষদের কাউন্সিলাররা, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।


You might also like!