Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Tripura

5 months ago

Dr. Manik Saha: পুলিশ কর্মীদের সৃজনশীল প্রতিভা জন সম্মুখে তুলে ধরা প্রয়োজন : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা  : ত্রিপুরা পুলিশের কর্মীদের সৃজনশীল প্রতিভা জন সম্মুখে তুলে ধরার ব্যবস্থা গ্রহণের জন্য বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।  রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের লবিতে ত্রিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে চিত্র ও কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার এ ডি নগর পুলিশ মাঠে ত্রিপুরা পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে  রবীন্দ্র শতবার্ষিকী ভবনের লবিতে চিত্র ও কারু শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।পুলিশ কর্মীদের তৈরি চিত্র ও কারু শিল্পগুলি পরিদর্শন করে অভিভূত হন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের প্রদর্শনী প্রশংসার দাবি রাখে। রাজ্যের বড় বড় মেলাতেও এই প্রদর্শনী তুলে ধরা একান্ত প্রয়োজন। এতে একদিকে যেমন তারা আরো বেশি করে নিবিড়ভাবে মানুষের সাথে যুক্ত হতে পারবেন তেমনি তাদের সৃজনশীলতা সম্পর্কে মানুষ বিশদভাবে জানতে পারবে। সাধারণ মানুষের এই সমস্ত বিষয়গুলি জানা প্রয়োজন। এতে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মনে যে নেতিবাচক ধারণা থাকে তা দূর হয়ে যাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

You might also like!