কৈলাসহর (ত্রিপুরা), ১৬ এপ্রিল : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নেওয়া হয়েছে নানান কর্মসূচি। আর তারই অঙ্গ হিসেবে বুধবার ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভায় অনুষ্ঠিত হল বিশেষ জনসংযোগ কর্মসূচি 'গাঁও চলো অভিযান'। রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী তথা চণ্ডীপুরের বিধায়ক টিংকু রায়ের নেতৃত্বে গোলকপুর এডিসি ভিলেজে এই উদ্যোগের আয়োজন করা হয়।কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাঁদের মনের কথা শোনা এবং সরকারের সহানুভূতির বার্তা পৌঁছে দেওয়া। শতাধিক পরিবারের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করে তাঁদের সমস্যার কথা শোনা হয়।
এই প্রসঙ্গে মন্ত্রী টিংকু রায় বলেন, "এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। গোলকপুর এডিসি ভিলেজের মতো প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে তাদের মনের কথা শোনা এবং দলীয় কর্মীদের আরও সক্রিয় করে তোলা—এই দু'টি লক্ষ্যকে সামনে রেখেই আমরা আজকের কর্মসূচি নিয়েছি। আমরা তাঁদের জীবনের নানা দিক, সমস্যা, প্রয়োজন ইত্যাদি নিয়ে আলোচনা করেছি এবং আশ্বাস দিয়েছি সরকার তাঁদের পাশে আছে।" তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি, উন্নয়নের সোপানে জনসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের সঙ্গে যোগাযোগ না থাকলে প্রকৃত সমস্যার কথা কখনো সামনে আসে না। 'গাঁও চলো অভিযান'র মাধ্যমে আমরা সেই যোগাযোগের সেতু গড়ে তুলছি।"