আগরতলা : এনআইটি আগরতলার ১৬-তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে। সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন এনআইটি আগরতলার ডিরেক্টর প্রফেসর এসকে পাত্র। তিনি জানান, সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা উপস্থিত থাকবেন। সেই সাথে উপস্থিত থাকবেন এনআইটি খড়গপুরের প্রাক্তন ডিরেক্টর প্রফেসর দামোদর আচার্য সহ অন্যরা।
সাংবাদিক সম্মেলনে তথ্য দিতে গিয়ে এনআইটি আগরতলার ডিরেক্টর জানিয়েছেন, এই প্রতিষ্ঠানে নয়টি শাখা রয়েছে বি.টেক কোর্সে, ২৪টি শাখা এম.টেক কোর্সে, ছয়টি শাখা ডুয়েল কোর্সে। তাছাড়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠানে চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম শুরু হয়েছে। এনআইটি আগরতলার ডিরেক্টর প্রফেসর এসকে পাত্র জানিয়েছেন, আসন্ন সমাবার্তন অনুষ্ঠানে ৪৫ জনকে পিএইডি, ৫২ জন বিএসসি সহ বিভিন্ন কোর্সের গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করা হবে।