আগরতলা : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল ত্রিপুরায় বদলের হিড়িক অব্যাহত। প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শাসক দল তথা গেরুয়া শিবিরে যোগদান করছেন ভোটাররা।
মূলত নরেন্দ্র মোদীর আদর্শে এবং সব কা সাথ সব কা বিকাশের লক্ষ্যে প্রতিদিন বিরোধী শিবিরে চলছে ভাঙন। হতাশা থেকে দলত্যাগ করতে বাধ্য হচ্ছেন কর্মী সমর্থকরা। তাদের বড় একটা আংশ ইন্ডি জোটকে মেনে নিতে পারছেন না। বিশেষ করে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে এ নিয়ে কর্মী সমর্থকদের রয়েছে চাপা ক্ষোভ। তাতেই প্রতিদিন বিরোধী শিবিরে ধস নামছে। যোগ দিচ্ছেন গেরুয়ায়।
বিজেপি কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। এই যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ২৩ পরিবারের ১৫৭ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এ দিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রাণা ঘোষ সহ অন্যরা।
যোগদান সভায় উপস্থিত প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রাণা ঘোষ সহ অন্যান্য নেতারা নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন।
যুব মোর্চার সাধারণ সম্পাদক রাণা ঘোষ জানান, রাজ্য জুড়ে মানুষ বিজেপি দলে যোগদান করছেন। এ দিন যারা বিজেপি দলে যোগদান করেছেন তাঁদের মধ্যে অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের।