দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার নতুন ফিচার্স আনল হোয়াটসঅ্য়াপ। এবার নির্দিষ্ট কোনও মেসেজ খোঁজার জন্য কোনও অসুবিধা হবে না। ফিল্টার সুইচ করে ব্যবহারকারীরা অনেক সুবিধা পাবেন। কী করে এই ফিচার্স ব্যবহার করতে পারবেন। জেনে নিন ধাপগুলি।
হোয়াটসঅ্য়াপ ফিল্টার
অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে হোয়াটসঅ্য়াপ খুলুন। প্রধান চ্যাট স্ক্রিনের টপ বার দেখুন। ওই তালিকায় একাধিক চ্যাট তালিকা দেখা যাবে।
তিনটি ফিল্টার
টপ বারে তিনটি ফিল্টারের অপশন দিয়েছে হোয়াটসঅ্যাপ। অল, আনরিড, গ্রুপস। অল-চ্যাটের মধ্যে সব চ্যাট থাকবে। আনরিড-এর মধ্যে থাকবে, সে চ্যাটগুলি খোলা হয়নি। গ্রুপের মেসেজ একই অংশে থাকবে। খুঁজতে সুবিধা হবে ব্যবহারকারীদের।
কীভাবে সুইচ করবেন
চ্যাট ফিল্টার থেকে সাধারণ চ্যাটবক্সে ফিরতে হলে ডানদিক থেকে বাঁ-দিকে সুইপ করলেই ফিল্টার পরিবর্তিত হবে। নিজের মতো ফিল্টার ব্যবহার করতে পারেন।