Technology

8 months ago

Vivo V29e এখন আরও সস্তা, জেনে নিন নতুন দাম

Vivo V29e
Vivo V29e

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Vivo অবশেষে ভারতে V29e স্মার্টফোন লঞ্চ করল। এই ফোনটি আপনি দু’টি স্টোরেজ অপশনে কিনতে পারবেন। এর মধ্যে একটি 8 GB RAM এবং 128 GB স্টোরেজ। অন্যটি 256 জিবি স্টোরেজ সহ আসতে পারে। V29e ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78-ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এতে স্ন্যাপড্রাগন 695 অক্টা-কোর চিপসেট দেওয়া হয়েছে। ফোনটির দামও খুব বেশি রাখা হয়নি। তারউপর এই ফোনে অনেক অফারও দেওয়া হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন ফোনটিতে আপনি কী কী ফিচার পাবেন।

Vivo V29e এর নতুন দাম

Vivo V29e স্মার্টফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে সেল করা হয়।

দাম কমানোর পর এই ফোনের 8GB র‍্যাম +128GB মডেল মাত্র 25,999 টাকায় পাওয়া যাচ্ছে।

একইভাবে এই ফোনের 8GB র‍্যাম +256GB ভেরিয়েন্ট মাত্র 27,999 টাকা দামে সেল করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডের ওপর 2,000 টাকা অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পর্যন্ত দেওয়া হচ্ছে। এছাড়াও গ্রাহকরা 6 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এর সুবিধা পাবেন।

Vivo V29e 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo V29e ফোনটিতে 6.78 ইঞ্চির কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120hz রিফ্রেশরেট এবং 2402 x 1080 পিক্সেল এফএইচডি+ রেজলিউশন সাপোর্ট করে। এছাড়া এই ডিসপ্লেতে 1300 নিটস্ পীক ব্রাইটনেস পাওয়া যায়।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই চিপসেট 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে কাজ করে এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পীড 2.2Ghz।

স্টোরেজ: এই ডিভাইসে 8GB RAM এর সঙ্গে RAM 3.0 টেকনোলজি যোগ করা হয়েছে। এর সাহায্যে ফোনটির RAM 8GB পর্যন্ত বাড়ানো যায়। অর্থাৎ ইউজাররা এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM উপভোগ করতে পারবেন। এছাড়া এই ফোনে 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ব্যাটারি: এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ক্যামেরা: Vivo V29e ফোনটিতে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। জানিয়ে রাখি এই ক্যামেরার সাহায্যে ব্যান্ডিং স্টাইল পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায়।

ওএস: Vivo V29e ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে।


You might also like!