দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনতুন স্ন্যাপড্রাগন চিপসেট আনছে কোয়ালকম। স্ন্যাপড্রাগন এইট-এস থার্ড জেনারেশন, সেভেন প্লাস থার্ড জেনারেশন ব্যবহার করা হবে নতুন মোবাইল গুলির প্রসেসর হিসেবে।
স্মার্টফোনের যুগে নতুন মাত্রা এনেছে কোয়ালকম প্রসেসার। থার্ড জেনারেশনের এই নতুন প্রসেসার স্ন্যাপড্রাগন এইট ২০২৩-এর অক্টোবরে প্রকাশ্যে আসে।একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, "রিয়েলমি জিটি নিও ৬ সিরিজের ফোনে প্রথম এই প্রসেসর থাকবে। জানা গিয়েছে, এই কোয়ালকমের এই চিপসেটে কৃত্রিম বুদ্ধিমত্ত্বার ব্যবহার করা হয়েছে।