Technology

2 weeks ago

50MP Camera সহ এই Redmi 13C 5G Phone, ফোন কেনার সুবর্ণ সুযোগ

Redmi 13C 5G
Redmi 13C 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরেডমি ২০২২ সালের শেষের দিকে চীনের বাজারে সাশ্রয়ী মূল্যের Redmi 12C স্মার্টফোনটি উন্মোচন করেছিল। আর এখন ২০২৩ সালের প্রায় শেষ লগ্নে এসে চীনা ব্র্যান্ডটি এর উত্তরসূরি হিসাবে Redmi 13C 5G লঞ্চ করেছে। এটি সেই একই ডিভাইস, যা চলতি মাসের শুরুতে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। Redmi 13C 5G-তে আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 6100 Plus প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন তাহলে এই বাজেট রেডমি ফোনটির চীনা সংস্করণ ও ভারতীয় মডেলের দামের পার্থক্য এবং স্পেসিফিকেশন ও ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi 13C 5G ফোনের দাম

Redmi 13C 5G ফোনের 4GB RAM মডেল 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু XFF অর্থাৎ Xiaomi Fan Festival উপলক্ষে এই ফোনটি মাত্র 9,499 টাকা দামে সেল করা হচ্ছে। ফোনটির দাম 500 টাকা আগেই কমিয়ে দেওয়া হয়েছে। এবার এই মডেলে SBI এবং HDFC Bank ইউজারদের Credit ও Debit উভয় ধরনের কার্ড ব্যাবহার করলে 1000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Xiaomi Fan Festival 2024 এর অফার অনুযায়ী Redmi 13C 5G ফোনের 4GB RAM মডেল মাত্র 9,499 টাকার বিনিময়ে পাওয়া যাবে। একইভাবে এই ফোনের 6GB RAM মডেল 11,999 টাকা এবং 8GB RAM মডেল 13,999 টাকা দামে সেল করা হচ্ছে। 

Redmi 13C 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi 13C 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 1/2.76” মাপের এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

স্টোরেজ: ভারতে Redmi 13C 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেশ মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। একইভাবে দ্বিতীয় মডেলে 6GB RAM + 128GB মেমরি এবং টপ মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের RAM বাড়ানোর জন্য এতে virtual RAM ফিচার রয়েছে। এই ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসদি কার্ড ব্যাবহার করা যায়।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। তবে জানিয়ে রাখি বক্সে ইউজাররা শুধুমাত্র 10 ওয়াট চার্জার পাবেন।

অন্যান্য: এই ফোনে Dual SIM ও 7 5জি ব্যান্ড সহ ব্লুটুথ 5.3, ওয়াইফাই 5 এবং 3.5mm অডিও জ্যাক রয়েছে। এছাড়াও এই ফোনে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি আইপি রেটিং যোগ করা হয়েছে।


You might also like!