Technology

8 months ago

হাত নাড়ালেই ফোন চলবে, Realme Narzo 70 Pro 5G ফোনের ডিজাইন, গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানালো কোম্পানি

Realme Narzo 70 Pro 5G
Realme Narzo 70 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃRealme হালফিলে ঘোষণা করেছে যে, চলতি মাসের মধ্যেই ভারতে Realme Narzo 70 Pro 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। যদিও নির্দিষ্টভাবে কোনো লঞ্চের তারিখ এখনও জানানো হয়নি। তবে ইতিমধ্যেই উক্ত মডেলের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করেছে সংস্থাটি। যা দরুন এর সম্ভাব্য বিক্রয় মূল্যের পাশাপাশি ডিজাইন সামনে এসেছে।

Realme Narzo 70 Pro 5G এর টিজার ডিটেইলস

ব্র্যান্ড জানিয়ে দিয়েছে NARZO 70 Pro 5G মোবাইলটির দাম 30,000 টাকার চেয়ে কম হবে।

নীচের এই বিষয়ে ব্র্যান্ডের বক্তব্যের ছবি শেয়ার করা হল। প্রাইস রেঞ্জ জানানোর পাসাপ্সি কোম্পানি ইউজারদের 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়ার কথাও জানিয়েছে।

Realme Narzo 70 Pro ফোনে Air Gesture সহ নতুন ফিচার যোগ করা হবে। এর মাধ্যমে ইউজার দূর থেকে হাতের ইশারায় ইন্টারফেস নেভিগেট করতে পারবেন।

এই মোবাইলে OIS সাপোর্টেড 50MP Sony IMX890 প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রথমবার এই সেগমেন্টে এই ফিচার পাওয়া যাবে।

Realme Narzo 70 Pro 5G এর ডিজাইন

রিয়েলমি নারজো 70 প্রো 5জি ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে পাতলা গ্লাস ব্যাক প্যানেল সহ স্মার্টফোন হবে বলে টিজারের মাধ্যমে জানানো হয়েছে।

এই ডিভাইসে ডুয়াল টোন ডিজাইন দেখা যাবে, এর ওপরের দিকে বোল্ড শেড এবং নীচের দিকে হাল্কা শেড থাকবে।

ফোনটির ওপরের অংশে শাইনি ফিনিশ থাকতে পারে। অন্যদিকে নিচের দিকে ম্যাট ফিনিশ হতে পারে।

ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং ট্রিপল ক্যামেরা সেটআপ সহ একটি বড় গোলাকার ক্যামেরা মডিউল থাকতে পারে।

ফোনের ব্যাক প্যানেলে নীচের দিকে রিয়েলমি এবং নারজো ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।

ফোনের ফ্রন্টে একটি পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। এই ডিভাইসটি OLED প্যানেল সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Realme Narzo 70 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Realme Narzo 70 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ স্ক্রিন দেওয়া হতে পারে।

এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।

এই ফোনটিতে 12GB র‍্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।

এই ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।

You might also like!