দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Redmi 13C এবার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। ফোনের লুক ও ডিজ়াইন সম্প্রতি অনলাইনে সারফেস হয়েছে। একাধিক রেন্ডার লিক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লিক হওয়া রেন্ডার থেকে জানা গিয়েছে, মোট তিনটি কালার অপশন থাকছে এই ফোনের। Redmi 13C-র ডিসপ্লেতে দেওয়া হচ্ছে একটি ওয়াটার-ড্রপ স্টাইল নচ। পাশাপাশি স্ক্রিনটিতে থাকছে পাতলা বেজ়েলও। ফাঁস হওয়া ছবিতে আরও দেখা গিয়েছে, Redmi 13C ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের মার্চে দেশে যে Redmi 12C লঞ্চ করা হয়েছিল, তারই পরবর্তী প্রজন্ম হল এই Redmi 13C।
Redmi 13C এর দাম
গ্লোবাল আমাজন সাইটে Redmi 13C ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। এতে 4GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে $140.54। ভারতীয় দরে এই দাম প্রায় 11,700 টাকার কাছাকাছি। বিদেশের বাজারে এই ফোন Midnight Black কালারে পেশ করা হয়েছে।
Redmi 13C এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi 13C ফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1650 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে।
প্রসেসর: এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি99 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য এতে মালী-জি52 এমপি2 জিপিইউ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেল তৃতীয় সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 16 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অন্যান্য: Redmi 13C ফোনে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 3.5 এমএম জ্যাক, ডুয়েল ন্যানো সিম এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এ কাজ করে।