Country

1 hour ago

Tamil Nadu rains: ভারী বৃষ্টির পূর্বাভাস পুদুচেরি ও করাইকালে, বন্ধ সমস্ত স্কুল ও কলেজ

Puducherry & Karaikal Brace For Heavy Rain
Puducherry & Karaikal Brace For Heavy Rain

 

পুদুচেরি, ১৮ নভেম্বর : দেশের বিভিন্ন রাজ্যে যখন শীতের আমেজ, তখন বৃষ্টিতে ভিজছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ইতিমধ্যেই বৃষ্টি শুরুও হয়েছে। মঙ্গলবার সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, সঙ্গে ভারী বৃষ্টিও হচ্ছে।

বৃষ্টিপাতের সতর্কতার কারণে এদিন পুদুচেরি এবং করাইকালের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, বেসরকারি স্কুল এবং সমস্ত কলেজ বন্ধ রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেরলেও।

You might also like!