Technology

8 months ago

Tecno Spark 20C অবশেষে ভারতে লঞ্চ হল, 8GB RAM, 50MP Camera এবং 5000mAh Battery সহ ফোন

Tecno Spark 20C
Tecno Spark 20C

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অল্প খরচে স্মার্টফোন কিনতে চান এমন ইউজারদের জন্য একটি নতুন অপশন বাজারে এসেছে।এটি হল একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যা প্রিমিয়াম ডিজাইনের সাথে এসেছে। এটির দাম এদেশে ৯,০০০ টাকারও কম রাখা হয়েছে। ফিচারের কথা বললে, Tecno Spark 20C ফোন – ডাইনামিক পোর্ট যুক্ত HD+ LCD ডিসপ্লে প্যানেল, অক্টা-কোর প্রসেসর, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল AI রিয়ার ক্যামেরা ইউনিট, এমনকি ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেমের মতো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অফার করে। চলুন Tecno Spark 20C স্মার্টফোনের দাম, লভ্যতা ও কনফিগারেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

প্রসঙ্গত, ডিভাইসটি ২০২৩ সালের নভেম্বর মাসের শেষে প্রথম উন্মোচন করা হয়েছিল। তারপর পর্যায়ক্রমে সংস্থাটি Tecno Spark 20C -কে নির্বাচিত বাজারে লঞ্চ করছে। আজ ভারতের বাজারেও এটি পা রাখলো।

Tecno Spark 20C এর দাম

এদেশের বাজারে টেকনো স্পার্ক ২০সি স্মার্টফোন ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যার দাম ৮,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি আগামী ৫ই মার্চ থেকে ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে – ম্যাজিক স্কিন গ্রিন (লেদার ব্যাক প্যানেল যুক্ত), মিস্ট্রি হোয়াইট, অ্যালপেংলো গোল্ড এবং গ্র্যাভিটি ব্ল্যাক কালার অপশনের সাথে কেনা যাবে।

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন

স্ক্রিন: টেকনো স্পার্ক 20সি স্মার্টফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সহ 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90 হার্টজ রিফ্রেশরেট, 180 হার্টজ টাচ সেম্পলিং রেট এবং 480 নিট ব্রাইটনেস রয়েছে।

প্রসেসর: টেকনো স্পার্ক 20সি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং হাইওএস 13 সহ পেশ করা হয়েছে। প্রসেসিং এর জন্য এই ফোনে 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসর রয়েছে।

মেমরি: ইন্ডিয়াতে টেকনো স্পার্ক 20সি ফোনটি 8জিবি র‍্যাম সহ লঞ্চ করা হয়েছে। এতে মেমোরি ফিউশন টেকনোলজি রয়েছে, যার ফলে এই ফোনে 8জিবি ভার্চুয়াল র‍্যাম যোগ করা যায়। ভার্চুয়াল র‍্যাম এবং ফিজিক্যাল র‍্যাম যোগ করে এই ফোনে মোট 16জিবি র‍্যামের পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 1টিবি মেমরি কার্ড সাপোর্ট সহ 128জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য টেকনো স্পার্ক 20সি ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এতে f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 20C স্মার্টফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 50 মিনিটের মধ্যে 50% চার্জ হতে পারে।

অন্যান্য: এই টেকনো ফোনটি IPX2 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে ডুয়েল ডিটিএস স্টেরিও স্পিকার, হাইপারইঞ্জিন 2.0, 1টিবি SD কার্ড সাপোর্ট এবং অন্যান্য ফিচারও দেওয়া হয়েছে।


You might also like!