Technology

1 week ago

Ferrato Disruptor: পেট্রল ছাড়াই ছুটবে স্পোর্টস বাইক! 1.60 লক্ষ টাকায় ইলেকট্রিক বাইক লঞ্চ করল ওকায়া ইভি

Ferrato Disruptor
Ferrato Disruptor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে লঞ্চ হল Ferrato Disruptor। এটি একটি প্রিমিয়াম ইলেকট্রিক স্পোর্টস বাইক, যার দাম রাখা হয়েছে ১.৬০ লাখ টাকা (এক্স-শোরুম)। ব্র্যান্ডের নাম শুনে অচেনা লাগলেও চিন্তা নেই। জানিয়ে রাখি, এই ই-বাইক দেশের অন্যতম জনপ্রিয় ইভি টু-হুইলার নির্মাতা ওকায়া ইভি’র (Okaya EV) প্রোডাক্ট। সংস্থা তাদের ফেরাটো নামে এক নতুন প্রিমিয়াম ব্র্যান্ডের আওতায় ফুল-ফেয়ার্ড ডিজাইনের Ferrato Disruper ই-বাইক লঞ্চ করেছে।

ফেরাটো ডিসরাপ্টর -এর প্রি বুকিং ও ওয়ারেন্টি

কয়েকদিন পূর্বেই ডিসরাপ্টর-এর বুকিং গ্রহণ করা শুরু করে দিয়েছে ফেরাটো। কোম্পানিটির অফিশিয়াল ওয়েবসাইটে এই প্রি বুকিং করা যাচ্ছে। প্রথম 1,000 জন ক্রেতা মাত্র 500 টাকার টোকেন মূল্যে এই বাইকটি প্রি বুক করতে পারবেন। কোম্পানিটির দাবি অনুসারে, ডিসরাপ্টর চালানোর খরচ প্রতি কিলোমিটারে মাত্র 25 পয়সা। ওকায়া –এর পক্ষ থেকে ফেরাটো ডিসরাপ্টরের জন্য 3 বছর/30,000 km ওয়ারেন্টিও অফার করা হচ্ছে।

ফেরাটো ডিসরাপ্টর –এর পাওয়ার, স্পিড ও রেঞ্জ

ডিসরাপ্টরে একটি মিড-মাউন্টেড পারমানেন্ট ম্যাগনেট মোটর রয়েছে। মোটরটির নমিনাল আউটপুট 3.3 kW এবং পিক আউটপুট 6.37 kW। একটি চেন ড্রাইভ সিস্টেমের মাধ্যমে শক্তি পিছনের চাকায় স্থানান্তরিত করা হচ্ছে। বাইকটি সর্বোচ্চ 380 kmph –এর আকর্ষণীয় স্পিড অফার করতে সক্ষম। এছাড়াও ক্রেতারা এই ইলেকট্রিক বাইকটিতে তিনটি রাইডিং মোডের সুবিধা পাবেন- ইকো, সিটি এবং স্পোর্টস। একটি রিভার্স অ্যাসিস্ট মোডও দেওয়া হয়েছে। মোটরটি একটি 4 kWh LFP ব্যাটারি থেকে শক্তি লাভ করে। এই ব্যাটারিটি একবার দেওয়া চার্জে 129 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করবে। ব্যাটারিটি পুরোপুরি চার্জ হতে সময় লাগবে আনুমানিকভাবে 5 ঘন্টা।

ফেরাটো ডিসরাপ্টর –এর ফিচার

এই নয়া ইলেকট্রিক বাইকটির লুকস অনেকাংশেই একটি ফেয়ারড স্পোর্টস বাইকের মতো। একটি টুইন এলইডি হেডল্যাম্প প্রদান করা হয়েছে যা ফ্রন্ট অ্যাপ্রনের মধ্যে আবৃত অবস্থায় রয়েছে। অন্যান্য ভিজুয়াল হাইলাইটসের মধ্যে রয়েছে ফ্লোটিং টেল সেকশন, স্প্লিট সিট এবং স্প্লিট গ্র্যাব রেল। ফেয়ারিং –এ সাইড স্কার্টসও অন্তর্ভুক্ত করা হয়েছে। চাকার ক্ষেত্রে রয়েছে 17 ইঞ্চি ব্ল্যাক অ্যালয় হুইল। বাইকটি ক্রেতারা তিনটি রঙে কেনার বিকল্প পাবেন- ইনফার্নো রেড, থান্ডার ব্লু এবং স্টিলথ ব্ল্যাক। বাইকটি ব্লুটুথ এবং জিপিএস কনেকশন, জিও ফেনসিং, ফাইন্ড মাই ভেহিকেলের মতো ফিচারে সমৃদ্ধ একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের সঙ্গে লঞ্চ করা হয়েছে। অপশনাল অ্যাকসেসরিজ হিসাবে একটি সাউন্ড বক্সও অফার করছে ওকায়া। সাউন্ড বক্সটি একটি নিয়মিত পেট্রল চালিত মোটরবাইকের শব্দ অনুকরণ করবে যা, পথচারী এবং অন্যান্য গাড়ির চালকদের একটি আসন্ন গাড়ি সম্পর্কে সতর্ক করতে সক্ষম।


You might also like!