দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- স্যামসাং কোম্পানি ভারতের বাজারে Samsung Galaxy A06 লঞ্চ করেছে। স্যামসাং গ্যালাক্সি এ06 ফোনে অক্টা-কোর MediaTek Helio G85 চিপসেট অফার করা হয়েছে। নতুন স্যামসাং গ্যালাক্সি ফোনটি মাত্র 9999 টাকা দামে ভারতে এসেছে। আসুন দেরি না করে লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এ06 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy A06 5G এর ডিটেইলস
রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A06 5G ফোনটি A0 সিরিজের প্রথম 5G স্মার্টফোন হতে চলেছে।
ফোনটি 5G ভার্সন এবং GSMA ডেটাবেসে SM-A066B/DS মডেল নাম্বার এবং SM-A066M/DS মডেল নাম্বার সহ দেখা গেছে।
এখনও পর্যন্ত ফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি, কিন্তু রিপোর্ট অনুযায়ী চিপসেট ছাড়া বাকি সবকিছু 4G মডেলের মতোই হবে।
ক্রমাগত লো এন্ড সেগমেন্টও 5G স্মার্টফোন জনপ্রিয় হয়ে উঠছে।
স্যামসাঙের এই সিধান্তের জন্য রিয়েলমি, শাওমি এবং POCO মতো কোম্পানিগুলির 5G অপারেটিঙের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।
Samsung Galaxy A06 4G স্মার্টফোনটি ভারতীয় বাজারে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছিল। এই ফোনের বেস মডেল 4GB+64GB স্টোরেজ অপশনের দাম 9,999 টাকা এবং 4GB+128GB স্টোরেজ অপশনের দাম 11,499 টাকা ছিল। তবে এই 5G মডেলের দাম কিছুটা বেশি হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং স্যামসাঙ গ্যালাক্সি A06 5G ফোনটি কবে লঞ্চ করা হবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, কিন্তু আগামী এই ফোনের বিভিন্ন তথ্য সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে।
ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এ06 ফোনে 6.7-ইঞ্চির LCD HD+ স্ক্রিন দেওয়া হয়েছে। এটি 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য স্যামসাং ফোনে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর দেওয়া।
ক্যামেরা: গ্যালাক্সি এ06 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50MP মেইন সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য এতে 8MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে এই ফোনে 5000mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।