Technology

7 months ago

মাত্র 19,999 টাকা বাজেটে লঞ্চ হল Realme P1 Pro 5G

Realme P1 Pro 5G
Realme P1 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রিয়েলমি ভারতে লঞ্চ করেছে পি১ ৫জি সিরিজের (Realme P1 5G Series) দু'টি ফোন। রিয়েলমি পি১ ৫জি (Realme P1 5G) এবং রিয়েলমি পি১ প্রো ৫জি (Realme P1 Pro 5G) - এই দু'টি ফোন লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, এই দুই ফোন হল বাজেট রেঞ্জের ৫জি স্মার্টফোন (Budget Range 5G Phone)। এবার দেখে নেওয়া যাক রিয়েলমি পি১ ৫জি সিরিজের এই দুই ফোনের দাম। 

Realme P1 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme P1 Pro 5G ফোনে 6.7 ইঞ্চির FHD+ Curved Vision OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 950 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া চোখের সিরক্সার জন্য এই স্ক্রিনে TÜV Rheinland প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে হীটিং প্রবলেম থেকে বাঁচার জন্য এই ফোনে 3ডি ভিসি কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। বাজারে এই ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB মেমরি সহ দুটি মডেল লঞ্চ করা হয়েছে। এছাড়া ডায়নামিক RAM ফিচার ব্যাবহার করে এই ফোনে এক্সট্রা 8GB RAM যোগ করা যায়। অর্থাৎ এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে ওআইএস ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে 8 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45 ওয়াট সুপার ভুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে 2.4 থেকে 5GHz ওয়াইফাই, ব্লুটুথ 5.2, আইপি65 রেটিং, রেইন ওয়াটার টাচ ফিচার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হাই রেস ডুয়েল স্পিকার, 9 5G ব্যান্ডের মতো বিভিন্ন ফিচার রয়েছে।

ওএস: Realme P1 Pro 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 3 বছর সিকিউরিটি আপডেট এবং 2 বছর ওএস আপডেট দেওয়া হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

Realme P1 Pro 5G ফোনের দাম

এই নতুন ফোনটি দুটি স্টোরেজ অপশনে বাজারে পেশ করা হয়েছে।

এই ফোনের 8GB RAM + 128GB ভেরিয়েন্টের দাম 21,999 টাকা এবং 8GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম 22,999 টাকা রাখা হয়েছে।

লঞ্চ অফার হিসাবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি কেনার সময় আইসিআইসিআই, এইচডিএফসি এবং এসবিআই ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে ফোনটির ভ্যানিলা মডেল 19,999 টাকা এবং টপ মডেল 20,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

এই ফোনের রেড কালার অপশনের লিমিটেড সেল আগামী 22 এপ্রিল সন্ধ্যা 6:00টা থেকে 8:00টা পর্যন্ত ফ্লিপকার্ট এবং realme.com এর মাধ্যমে অনুষ্ঠিত করা হবে। এছাড়া আগামী 30 এপ্রিল দুপুর 12:00টা থেকে এই ফোনের ওপেন সেল শুরু হবে।


You might also like!