Technology

1 week ago

ভারতে আসছে রিয়েলমি নারজো সিরিজের Realme Narzo 70x 5G ,8GB RAM এবং 50MP Camera সহ এই 5G Phone

Realme Narzo 70x 5G
Realme Narzo 70x 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এপ্রিল মাসের ২৪ তারিখে ভারতে আত্মপ্রকাশ করে Realme Narzo 70x 5G। তখন স্মার্টফোনটি মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছিল, যথা – ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। আজ সংস্থাটি তাদের এই লেটেস্ট বাজেট-রেঞ্জের হ্যান্ডসেটের জন্য আরো একটি নতুন বিকল্পের ঘোষণা করলো। ফলে ক্রেতারা আজ থেকেই এই মোবাইল ফোনটি উল্লেখিত দুটি ভ্যারিয়েন্টের পাশাপাশি নয়া ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের সাথেও কিনতে পারবেন। এর দাম ১৫,০০০ টাকার কম রাখা হয়েছে। তবে সেল অফারের লাভ ওঠাতে পারলে ২,০০০ টাকা সাশ্রয় করা সম্ভব।

Realme Narzo 70x 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে সেল করা হয়। এই ফোনে 4GB, 6GB ও 8GB RAM এবং তিনটি মডেলেই 128GB করে স্টোরেজ রয়েছে। এই ফোনটি Ice Blue এবং Forest Green কালারে সেল করা হয়। বর্তমানে এই ফোনের 8GB RAM মডেলে 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে এই মডেলটি মাত্র 12,999 টাকার বিনিময়ে কেনা যাবে। অর্থাৎ 6GB RAM মডেলের চেয়েও সস্তা।

Realme Narzo 70x 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: realme narzo 70x 5G ফোনে 1080 x 2400 এচডি + রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট, 240 টাচ সেপ্লিং রেট, 1500:1 কন্ট্রাস্ট রেশিয় এবং 800নিটস ব্রাইটনেস যোগ করা হয়েছে।

প্রসেসর: কোম্পানি এই ফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস চিপসেট সহ পেশ করেছে। এই ফোনটি 2.2Ghz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে, ফলে গেমিং সহ অন্যান্য অপশন স্মুথ ভাবে উপভোগ করতে পারবে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 জিপিউ যোগ করা হয়েছে।

ক্যামেরা: realme narzo 70x 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের অন্য লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme narzo 70x 5G ফোনে 5000mAh শক্তিশালী ব্যাটারি সহ দ্রুত চার্জিঙের জন্য 45ওয়াট সুপারবুক চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এটি শুধুমাত্র 31 মিনিটে 50% পর্যন্ত চার্জ হয়ে যাবে।

অন্যান্য: অন্যান্য ফিচার হিসেবে ইন ওয়াটার টাচ ফিচার, রেয়ার জেসচার ফিচার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টিরিও স্পিকার এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: এই ফোনে ডুয়াল সিম 5G, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্টের মতো ফিচার দেওয়া হয়েছে।

ওএস: realme narzo 70x 5G ফোন অ্যান্ড্রয়েড 14 এবং realme ইউআই 5.0 সহ কাজ করে।

You might also like!