Breaking News
 
IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের ISL: আইএসএলের ভাগ্য ঝুলে, সমাধানে আজ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে ফেডারেশন West Bengal government :আর গাফিলতি নয়! সরকারি প্রকল্পে 'জিয়ো ট্যাগিং' বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করল অর্থ দফতর PM Modi:ভুটান থেকে দিল্লি বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা মোদির: 'ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না' Delhi blast: গ্রেপ্তারির ভয়? মূল পাণ্ডার ছবি প্রকাশ, গাড়িতে চেপে ফিদায়েঁ হামলা চালিয়েছে দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড Mamata Banerjee:কেন্দ্রের স্বীকৃতিতে শ্রেষ্ঠ 'যাত্রী সাথী': বাংলার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

 

Country

1 hour ago

Rajnath Singh vows action after Delhi explosion:‘দিল্লি বিস্ফোরণে মৃত ১২, 'কাউকে ছাড় নয়'—দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজনাথের

Rajnath Singh vows action after Delhi explosion
Rajnath Singh vows action after Delhi explosion

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  লালকেল্লার (Red Fort) কাছে গাড়ি বিস্ফোরণের (Car Blast) ঘটনায় জড়িত দোষীদের প্রতি জিরো টলারেন্স (Zero Tolerance) নীতি দেখানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। মঙ্গলবার তিনি জোর দিয়ে বলেন, এই ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে থাকা কাউকেই রেয়াত করা হবে না এবং সকল অপরাধীকে বিচারের আওতায় আনা হবে।প্রতিরক্ষামন্ত্রী এই মর্মান্তিক ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এদিকে, সংবাদ সংস্থা পিটিআই (PTI) দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের সূত্রে জানিয়েছে, বিস্ফোরণে হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন। এছাড়াও ২০ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা এখনও সংকটজনক বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে লাল সিগন্যালে থামা হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তো বটেই গোটা দেশে শোরগোল শুরু হয়েছে। বিস্ফোরণের নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্তারিত তদন্তের পরই এ ব্যাপারে আলোপাত করা সম্ভব হবে। রাজনাথও একই কথা বলেন। পাশাপাশি এ-ও বলেন, ‘‘আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।’’দিল্লি বিস্ফোরণের ঘটনায় পুলিশ তো বটেই, পাশাপাশি একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। ঘটনার পর পরই লালকেল্লার সামনে ঘটনাস্থলে পৌঁছোয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল। এ ছাড়াও, এনএসজি এবং ফরেন্সিক দলও জড়িত এই ঘটনার তদন্তে।

কী কারণে বিস্ফোরণ, তা এখনও নিশ্চিত করে জানা না-গেলেও তদন্তকারীদের নজরে রয়েছে ওই আই২০ গাড়িটি। গাড়ির নম্বরপ্লেট দেখে চিহ্নিত করা হয়েছে গাড়ির মালিককে। জানা যায়, গাড়িটি হরিয়ানার। রেজিস্ট্রেশন হরিয়ানার বাসিন্দা মহম্মদ সলমনের নামে। তাঁকে সোমবার রাতেই গ্রেফতার করা হয়। যদিও সূত্রের দাবি, তিনি পুলিশকে জানিয়েছেন, গাড়িটি তিনি বিক্রি দেন। তবে কাগজপত্রে নাম পরিবর্তন করা হয়নি। তদন্তকারীরা জানিয়েছেন, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সোমবার তাতে এক জনই ছিলেন। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও চার জনকে। যদিও তাঁদের নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে তাঁরা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত কি না, তা স্পষ্ট নয়।


You might also like!