Technology

1 week ago

Motorola Edge 50 Ultra:দুর্ধর্ষ ফিচার্সে ভর্তি, ভারতে শীঘ্রই লঞ্চ হবে Motorola Edge 50 Ultra স্মার্টফোন

Motorola Edge 50 Ultra
Motorola Edge 50 Ultra

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মোটোরোলা একটি নতুন Edge সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার নাম Motorola Edge 50 Ultra। এটি আগামী ১৮ জুন ভারতে লঞ্চ হবে। আসন্ন ডিভাইসটি ভারতে ফ্লিপকার্ট (Flipkart) প্ল্যাটফর্মে বিক্রি করা হবে। কারণ Motorola Edge 50 Ultra মডেলের লঞ্চ মাইক্রো-সাইটটি এই ভারতীয় ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। এই মোটো ফোনটি বিশেষ মোটো এআই (Moto AI) এবং স্মার্ট কানেক্ট (Smart Connect) এর সাথে আসবে বলে জানা গেছে। আসুন এই হ্যান্ডসেটটি কি কি অফার করতে চলেছে, জেনে নেওয়া যাক।

ভারতে Motorola Edge 50 Ultra ফোনের দাম (সম্ভাব্য)

Motorola Edge50 Ultra একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে। যদি এই ফোনটি ভারতে 16GB র‍্যামের সাপোর্ট সহ লঞ্চ করা হয় তাহলে এই ফোনটি 50 হাজার টাকার বাজেটে লঞ্চ হতে পারে। 12GB RAM সহ Edge 50 Ultra ফোনটি 42,000 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হতে পারে।

Motorola Edge 50 Ultra ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Motorola Edge 50 Ultra ফোনে 2712 x 1220 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.7-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট রয়েছে। এই স্ক্রিনটি একটি OLED প্যানেলে নির্মিত যা 144Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লে HDR 10+ এবং 2500nits পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে।

প্রসেসর: এই Motorola ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে নির্মিত, যা আন্তর্জাতিক মার্কেটে Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসরে লঞ্চ করা হয়েছে। এটি একটি মোবাইল চিপসেট যা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং 3GHz ক্লক স্পিডে রান করে। ভারতেও ফোনটি একই প্রসেসরে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

মেমরি: আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি 16GB RAM সাপোর্ট করে, যার সাথে 1TB স্টোরেজ দেওয়া হয়েছে। এই Motorola মোবাইলটি LPDDR5X RAM + UFS 4.0 স্টোরেজ টেকনোলজিতে কাজ করে। রিপোর্ট অনুযায়ী ভারতেও ফোনটি 16 GB RAM সাপোর্ট সহ লঞ্চ হবে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Edge 50 Ultra ফোনের ব্যাক প্যানেলে F/1.6 অ্যাপারচার যুক্ত একটি 50MP OIS প্রাইমারি রয়েছে , যা 50MP আল্ট্রা-ওয়াইড Samsung JN1 সেন্সর এবং 64MP 3X পোর্ট্রেট টেলিফোটো Omnivision OV64Blens-এর সাথে যুক্ত হয়ে কাজ করে৷

ফ্রন্ট ক্যামেরা: Motorola Edge 50 Ultra স্মার্টফোন সেলফি, ভিডিও কলিং এবং রিল তৈরির জন্য 50MP সেলফি ক্যামেরা সাপোর্ট রয়েছে। এটি F/1.9 অ্যাপারচার যুক্ত Auto Focus টেকনোলজিতে কাজ করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 50 Ultra স্মার্টফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে, যা 125W TurboPower ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।এছাড়াও এই স্মার্টফোনটি 50W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং টেকনোলজিও সাপোর্ট করে।

অন্যান্য: Motorola Edge 50 Ultra ফোনটি IP68 রেটিং সাপোর্ট করে। এতে 3 টি মাইক্রোফোন এবং Dolby Atmos স্টেরিও স্পিকারের মতো ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 7, ব্লুটুথ 5.4 এবং NFC এর মতো অপশন রয়েছে।


You might also like!