দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্মার্টফোনের বাজারে OnePlus একটি জনপ্রিয় ব্র্যান্ড। এই উৎসবের মরশুমে ব্র্যান্ডটি তাদের সমস্ত গ্রাহকদের জন্য একটি বড় চমক নিয়ে আসতে চলেছে। তারা ভারতে লঞ্চ করতে চলেছে OnePlus 11R Solar Red 5G স্মার্টফোন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ১৮ জিবি RAM।
OnePlus 11R Solar Red এর দাম
এই OnePlus 11R Solar Red Edition ফোনের 8GB RAM + 128GB Storage মডেলের 35,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি এই কম্ফিগ্রাশন সহ ফোনটি Sonic Black এবং Galactic Silver কালার মডেল 32,999 টাকা দামে সেল করা হবে। OnePlus 11R ফোনের 16GB RAM + 256GB Storage এর দাম 43,999 টাকা রাখা হয়েছে। এই ফোনের সমস্ত মডেল এবং OnePlus 11R Solar Red Edition শপিং সাইট আমাজনে সেল করা হচ্ছে।
OnePlus 11R এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: OnePlus 11R ফোন 20.1:9 অ্যাস্পেক্ট রেশিয়তে তৈরি 2772 X 1240 পিক্সেল রেজোলিউশন সহ 6.74 ইঞ্চির ফুলএচডি+ ডিসপ্লে রয়েছে। সুপার এমোলেড প্যানেলে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ 120হার্টজ রিফ্রেশ রেট এবং 360হার্টজ টাচ সেপ্লিং রেট সাপোর্ট করে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 10বিট কালার ডেপ্ত, 450পীপীআই ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসর: OnePlus 11R ফোনে অ্যান্ড্রয়েড 13 এবং অক্সিজনওএস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.2 গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus 11R ফোনে ট্রিপল রেয়র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স890 প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপচারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপচারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 11R ফোনে 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 100ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি শুধু মাত্র 10 মিনিটে চার্জ হয়ে যাবে এবং নরমাল ইউজের ক্ষেত্রে 1দিন পর্যন্ত স্টেটবায় টাইম দিতে পারে।