Technology

8 months ago

Lava Blaze Curve 5G ফোনের লঞ্চ ডেট, কিলার লুক সহ বাজারে আসবে এই স্টাইলিশ স্মার্টফোন

Lava Blaze Curve 5G
Lava Blaze Curve 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃLava Blaze Curve 5G স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। রিসার্চ ফার্ম ও টিপস্টারদের দৌলতে এই ডিভাইসের কী-ফিচার সম্পর্কিত তথ্য ইতিমধ্যেই অনলাইন ফাঁস হয়েছে। যদিও সংস্থাটি এখনো পর্যন্ত কিছু বলেনি। কিন্তু আজ দেশীয় ব্র্যান্ড Lava স্বয়ং তাদের এই আসন্ন হ্যান্ডসেটের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করলো। একই সাথে ডিভাইসটির প্রথম ঝলকও সামনে এসেছে।

Lava Blaze Curve 5G স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ প্রকাশ্যে এল

লাভা আজ তাদের আধিকারিক X হ্যান্ডেলে একটি টিজার পোস্টের শেয়ার করে আসন্ন ব্লেজ কার্ভ ৫জি স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ নিশ্চিত করল। জানা গেছে ডিভাইসটি আগামী ৫ই মার্চ (সোমবার) স্থানীয় সময়ে দুপুর ১২টায় এদেশে মুক্তি পাবে। প্রসঙ্গত, আনুষ্ঠানিক লঞ্চের আগেই আসন্ন এই মডেলের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন।

Lava Blaze Curve 5G এর স্পেসিফিকেশন

স্ক্রিন: লিক অনুযায়ী Lava Blaze Curve 5G ফোনে এমোলেড প্যানেল সহ স্ক্রিন থাকতে পারে। এই ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশরেটে কাজ করবে বলে জানা গেছে।

প্রসেসর: Lava Blaze Curve 5G ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। টিজার থেকে জানা গেছে এই চিপসেট 5,50,000 AnTuTu স্কোর পেয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই Lava ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Lava Blaze Curve 5G ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।


You might also like!