Technology

5 months ago

Realme C63: দেখতে হুবহু আইফোন!আগামী 5 জুন লঞ্চ হবে

Realme C63
Realme C63

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রিয়েলমি আগামী ৫ জুন মালয়েশিয়াতে Realme C63 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে৷ এটি গত বছরের Realme C53 ফোনের উত্তরসূরি হিসেবে আসতে চলেছে৷ আসন্ন হ্যান্ডসেটটি ইতিমধ্যেই এফসিসি (FCC), টিইউভি (TUV), বিআইএস (BIS) সহ বেশ কয়েকটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে৷ আর এখন, লঞ্চ ইভেন্টের আগে Realme C63 গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা এর কিছু মূল বিবরণ প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Realme C63 এর দাম

মালয়েশিয়ার শপিং সাইটে Realme C63 স্মার্টফোনটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। এতে 8জিবি RAM এবং 128জিবি স্টোরেজ রয়েছে। এখানে Realme C63 ফোনের দাম RM599 মালয়েশিয়ান রিংগিট অর্থাৎ ভারতীয় টাকা অনুযায়ী প্রায় 10,900 টাকা দাম রাখা হয়েছে। এই আপকামিং ফোনটি Leather Blue এবং Jade Green এই দুটি কালার অপশনে সেল করা হবে।

Realme C63 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme C63 স্মার্টফোনে 6.67 ইঞ্চির এচডি ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনে এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে। এই ফোনে 560নিটস ব্রাইটনেস সাপোর্ট রয়েছে।

প্রসেসর: Realme C63 স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে UNISOC T612 অক্টা-কোর প্রসেসর সহ 1.8গীগাহার্টজ পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে।

স্টোরেজ: মালয়েশিয়া শপিং সাইট 8জিবি RAM সহ 128জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনে ভার্চুয়াল RAM যোগ করা হতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme C63 স্মার্টফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হবে।


You might also like!