দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপ্রতিদিন জিমেলে গুচ্ছ গুচ্ছ ই-মেল আসে। যার মধ্যে অনেক মেল কাজের নয়। আর এসব অযথা মেলের কারণে জিমেলের স্টোরেজ ফুল হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন অনেকেই। এবার এই সমস্যার সমাধান নিয়ে এল গুগল। এক ক্লিকেই গুচ্ছের অকাজের মেল ডিলিট করা সম্ভব, কী ভাবে জানেন?
ওয়েব ব্রাউজারে জিমেল অ্যাকাউন্টে লগ-ইন করে, ইনবক্সের উপরের দিকে রিফ্রেশ বাটনের বাঁদিকে থাকা সেটিংসে ক্লিক করতে হবে এবার। এরপর অল সেটিংসে গিয়ে লেভেল অপশনে ক্লিক করুন। এবার বিভিন্ন ক্যাটাগরিস আসবে আপনার সামনে। সোশ্যাল, আপডেটস, প্রমোশনস।
যে ক্যাটগরির মেলগুলি অপ্রয়োজনীয় সেগুলি একেবারে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলেই সব অপ্রয়োজনীয় মেল ডিলিট হয়ে স্পেস ফ্রি হবে অর্থাৎ জায়গা খালি হবে