Technology

5 months ago

Aadhaar PVC Card:পরিবারের সকলের আধার PVC কার্ড অর্ডার করার সহজ পদ্ধতি

Aadhaar PVC Card
Aadhaar PVC Card

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসরকার প্রদত্ত পরিচয়পত্রগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল Aadhaar কার্ড। বিভিন্ন প্রয়োজনে সঙ্গে নিয়ে ঘুরতে হয় আধার কার্ড। রেজিস্ট্রেশন করার পর ডাকযোগে যে ফিজিক্যাল আধার কার্ড পাঠানো হয় তা নিয়ে সব জায়গায় ঘোরা সম্ভব নয়। আর সেকারণে PVC আধার কার্ড সবথেকে ভালো উপায়।

PVC আধার কার্ড কীভাবে তৈরি করা হয় সেবিষয়ে অনেকেই হয়তো জানেন না। এই প্রতিবেদনে জানানো হল কীভাবে PVC আধার কার্ড পাবেন। জেনে নিন পুরো প্রক্রিয়া-

কীভাবে আধার PVC কার্ড অর্ডার করবেন?

আধার কার্ড রয়েছে এমন যে কোন ব্যক্তি PVC আধার কার্ড পেতে পারেন। PVC আধার কার্ড অনলাইনে অর্ডার করা যেতে পারে। এর জন্য নিচের স্টেপগুলো ফলো করতে হবে:


স্টেপ 1: প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in খুলতে হবে।

স্টেপ 2: তারপর আপনাকে ‘My Aadhaar’-এ ট্যাপ করতে হবে এবং ‘Order Aadhaar PVC Card‘-এ ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনার সিস্টেমে একটি নতুন ট্যাব খুলবে। এতে আপনাকে ‘অর্ডার আধার পিভিসি কার্ড’ অপশনটি নির্বাচন করতে হবে।

স্টেপ 4: এখানে আপনাকে 12 সংখ্যার আধার নম্বর বা 28 সংখ্যার এনরোলমেন্ট নম্বর লিখতে হবে। তারপর আপনার রেজিস্ট্রার মোবাইলে ওটিপি আসবে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বরটি রেজিস্ট্রার না থাকে, তাহলে আপনাকে একটি অপশনাল মোবাইল নম্বর দিতে হবে যেখানে OTP আসবে।

স্টেপ 5: OTP দেওয়ার পরে, আপনাকে ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’-এর সামনে চেক বক্সে ক্লিক করতে হবে।

স্টেপ 6: তারপর আপনাকে PVC কার্ডের জন্য অর্থপ্রদান করতে হবে। আপনি পেমেন্টের জন্য ক্রেডিট/ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI ব্যবহার করতে পারেন।

পেমেন্ট করার পরে, আপনি একটি acknowledgement স্লিপ পাবেন, যা আপনি ডাউনলোড করতে পারেন। এটিতে একটি 28 সংখ্যার সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) থাকবে, যা আপনাকে রেজিস্ট্রার মোবাইল নম্বরে SMS এর মাধ্যমেও পাঠানো হবে।

কীভাবে আধার PVC কার্ডের স্ট্যাটাস চেক করবেন?

আপনি যদি আধার পিভিসি কার্ডের জন্য অর্ডার দিয়ে থাকেন তাহলে আপনি সহজেই এর স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করতে হবে:

স্টেপ 1: এর জন্য আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/hi/ এ যেতে হবে।

স্টেপ 2: এখানে আপনাকে ‘My Aadhaar’ বিভাগে যেতে হবে।

স্টেপ 3: তারপর আপনাকে চেক আধার PVC কার্ড অর্ডার স্ট্যাটাস নামক বিভাগে যেতে হবে।

স্টেপ 4: তারপর একটি পেজ খুলবে, যেখানে আপনাকে SRN নম্বর লিখতে হবে, তারপর ক্যাপচা কোড দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এইভাবে আপনি আধার PVC কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।

You might also like!