Technology

8 months ago

ChatGPT Powered Suno AI: প্রম্পট লিখলে তৈরি 'রেডিমেড' গানও ? কীভাবে কাজ করে ChatGPT-এর এই প্ল্যাটফর্ম

ChatGPT Powered Suno AI
ChatGPT Powered Suno AI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্ত্বা কি ধীরে ধীরে শিল্পকর্মেও প্রভাব ফেলবে! সেই দিন আর বেশি দূরে নেই। এবার শব্দকে গানে রূপান্তরিত করে ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্ত্বা। টেক্সট প্রম্পটের মাধ্যমে নতুন মিউজিক তৈরি করছে 'Suno' AI প্ল্যাটফর্ম।

২০২৩ সালের জুলাই মাসে এই প্ল্যাটফর্ম প্রথম বিটা ভার্সন প্রকাশ্যে এনেছিল। গতবছর ডিসেম্বরে ChatGPT-এর সঙ্গে চুক্তি হয় তাদের। এবার নতুন এক্সটেনশনের মাধ্যমে তৈরি করা যায় মিউজিক। টেক্সট প্রম্পট দিলে এক মিনিটের মধ্যে ১৫ সেকেন্ডের একটি মিউজিক তৈরি করতে পারে Suno AI।

এই প্ল্যাটফর্মে বিনামূল্যেও ব্যবহার করা যায়। তবে প্রো ভার্সন নিলে অনেক অপশন পাবেন ব্যবহারকারীরা। প্রফেশনাল ভার্সনে মাসিক খরচ ১০ মার্কিন ডলার। সংস্থার ভাবনাচিন্তা, তাদের কাজকর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে 'রোলিং স্টোন' ম্যাগাজিন।


You might also like!