Technology

1 month ago

Asus-এর নতুন চমক Zefone 11 Ultra, ক্রেতাদের মন জয়ে থাকবে ফ্ল্যাগশিপ ফিচার্স

ASUS Zenfone 11 Ultra
ASUS Zenfone 11 Ultra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসুস (Asus) সম্প্রতি হইচই ফেলে ROG Phone 8 সিরিজের গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে। অন্যদিকে, বর্তমানে ব্র্যান্ডটি কমপ্যাক্ট Zenfone সিরিজের অধীনে একটি নতুন ফ্ল্যাগশিপ গ্রেড ফোন রিলিজের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যা Asus Zenfone 11 Ultra নামে আসতে পারে। ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়ে ফোনটি শীঘ্রই লঞ্চের জল্পনা উস্কে দিয়েছে। কি কি তথ্য উঠে এসেছে Asus Zenfone 11 Ultra সম্পর্কে, আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ASUS Zenfone 11 Ultra ফোনের দাম

আসুস জেনফোন 11 অল্ট্রা ফোনটি গ্লোবাল মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB র‍্যাম + 256GB মেমরি যোগ করা হয়েছে এবং এর দাম 999 ইউরো অর্থাৎ প্রায় 90,500 টাকা রাখা হয়েছে। একইভাবে 16GB র‍্যাম + 512GB মেমরি সহ এই ফোনের টপ মডেল 1099 ইউরো অর্থাৎ প্রায় 99,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আপাতত এখনই এই স্মার্টফোনের ভারতে লঞ্চের আশা বেশ কম।

ASUS Zenfone 11 Ultra ফোনের স্পেসিফিকেশন

স্ক্রিন: এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন যোগ করা হয়েছে। পাঞ্চ-হোল স্টাইলের এই ডিসপ্লে এলটিপিও এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ও 2500 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: ASUS Zenfone 11 Ultra অ্যান্ড্রয়েড 14 এবং জেন ইউআই সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফ্ল্যাগশিপ ফোনে অ্যাড্রিনো 750 জিপিইউ রয়েছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.9 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি আইএমএক্স890 সেন্সর, 32 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 13 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ক্যামেরাটি 6 অ্যাক্সিস গিম্বেল স্টেবিলাইজেশন এবং অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) টেকনোলজি সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, রিল তৈরি এবং ভিডিও কলের জন্য ASUS Zenfone 11 Ultra ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছআ এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 90° ফিল্ড অব ভিউ সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,500 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটিতে 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও রয়েছে।


You might also like!