Life Style News

9 months ago

Beauty Tips : অল্প বয়সে মুখে বলিরেখা!কলা-কফির ফেসপ্যাকে হবে কাজ

Coffee Skin Pack (Symbolic Picture )
Coffee Skin Pack (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাজের চাপ , সময়ের অভাবে অনেক সময়ই ত্বকের সঠিক ও সম্পূর্ণ পরিচর্চা করে  উঠতে পারেন না অনেকেই, তার ফল স্বরুপ ত্বকে ছাপ ফেলছে অকাল বার্ধক্য। তবে এর সমধান আপনার হাতের কাছেই আছে,  বিশেষজ্ঞরা বলছেন, কফি  ত্বকে বলিরেখা পড়তে দেয় না। আর কলা ত্বক করে উজ্জ্বল এবং মসৃণ! আর এই দুই উপাদান যখন মিলে যায়, তখন ম্যাজিক তৈরি হয়।


১) হালকা গরম জলে এক চামচ কফি মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে এই ফেসপ্যাক ব্যবহার করুন। শুকিয়ে গেলে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের বলিরেখা কমবে। 

২) কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। সেই খোসাটা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট। এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।

৩) হাঁটু, কনুই, বগলে যদি কালো ছাপ পড়ে তাহলে কলার খোসায় মধু, লেবুর রস মিশিয়ে ঘষে নিন। দেখবেন দ্রুত কালো ছোপ দূরে হবে। 

৪) দিন দিন ঠোঁটের রং কালো হয়ে যাচ্ছে? কোনও চিন্তা নেই। কলার ছোট টুকরো করে নিন। তার মধ্যে অল্প কফি মিশিয়ে নিয়মিত ঠোঁটে লাগালেই কালো ছোপ দূর হবে।

You might also like!