দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রথমা থেকেই নবরাত্রি পালন করতে শুরু করে দেন অনেকেই। মহালয়া থেকেই শুরু হয়ে যায় দেবী পক্ষের সূচনা। পুজোর শুরু হয়ে যায় দুর্গাপূজা বা নবরাত্রিতে বিশেষ রঙের উল্লেখ আছে, বলা হয় এসময় যদি আপনি দেবী দুর্গার কৃপা পেতে চান তাহলে প্রথম থেকে দশমী পর্যন্ত কোন কোন রঙের জামা কাপড় পরলে দেবীর কৃপা পাওয়া যায়, দেখুন।
প্রথমা
দেবী পক্ষের সূচনা হয় প্রথম দিন থেকেই, নবরাত্রি উৎসবের প্রথম দিন দিন সাদা রঙের জামা কাপড় পরুন কারণ সাদা রঙ স্নিগ্ধ, শান্তের প্রতীক। এদিন সাদা রঙের কাপড় পরে দেবীর পূজা করুন, তার সঙ্গে জুঁই ফুলের মালা মাথায় দিন, এতে আপনাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে ও দেবীর কৃপাও পাবেন।
দ্বিতীয়া
দেবীর কালীর প্রিয় রং লাল , দূর্গা পূজার দ্বিতীয় দিনে আপনি কিন্তু লাল রঙের পোশাক পরতে পারেন, মা দুর্গার বিশেষ আশীর্বাদ পাবেন। সেই সঙ্গে মাথায় লাল ফুল লাগাতে পারেন এবং মাকে লাল রঙের ফুল উৎসর্গ করতে পারেন।
তৃতীয়া
তৃতীয়ার দিন আপনি নীল রঙের পোশাক পরুন, দেবীকে খুশি করতে এই রংয়ের জামা পরতে পারেন আপনি। আপনার জন্য শুভ হবে।
চতুর্থী
চতুর্থীর দিন আপনি হলুদ রঙের পোশাক পরুন, হিন্দু ধর্মে হলুদ রঙকে জ্ঞান এবং শিক্ষার রং হিসেবে ধরা হয়। তাই সবাই সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পোশাক পরেন, রান্নার জন্য হলুদ ব্যবহার করুন, দেবীর কাছে প্রার্থনা করুন এবং তাকে আরাধনা করুন হলুদ ফুল দিয়ে।
পঞ্চমী
পঞ্চম দিনে আপনি সবুজ রঙের পোশাক পরতে পারেন। এর মানে আপনার নতুন বুদ্ধির শুভ সূচনা হওয়া। দেবী গন্ধ মাতাকে এদিন সম্মান জানান সবুজ রঙের পোশাক পরে, দূর্গা পূজার পঞ্চমীর দিনে সবুজ রঙের পোশাক পরা শুভ।
ষষ্ঠী
ধূসর রংয়ের পোশাক পরে ষষ্ঠীর দিন দেবীকে বরণ করুন। এতে দেবতার বিশেষ আশীর্বাদ আপনি পাবেন, সেই সঙ্গে আপনার পরিবারেও উন্নতি হবে।
সপ্তমী
সপ্তমীর দিন কমলা রংয়ের পোশাক পরুন, মা দুর্গার খুব পছন্দের রঙ, কমলা রঙ পরলে আপনার মনে শক্তির সঞ্চয় হবে, কোনও কাজে আপনি কখনোই পিছিয়ে পড়বেন না। সেই সঙ্গে দেবীকে কমলা রঙের ফুল নিবেদন করুন।
অষ্টমী
অষ্টমীর দিন সবুজ রঙের পোশাক পরুন এবং মায়ের কাছে আপনার মনের বাসনা জানান দেবতাকে সবুজ রঙের ফুল নিবেদন করুন।
নবমী
মহানবমীতে নিজেকে সাজিয়ে তুলুন গোলাপি রঙের পোশাকে। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন, সেই সঙ্গে সিদ্ধিদাতা গণেশেরও কৃপা পাবেন, গোলাপি রঙ শান্তি ও জ্ঞানের চিহ্ন।