Country

6 hours ago

Amarnath Yatra: মসৃণভাবে চলছে অমরনাথ যাত্রা, বেস ক্যাম্প থেকে রওনা পুণ্যার্থীদের চতুর্থ দল

Amarnath Yatra 2025
Amarnath Yatra 2025

 

পহেলগাম, ৫ জুলাই :মসৃণভাবেই চলছে অমরনাথ যাত্রা। শনিবার ভোরে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে অমরনাথের পবিত্র গুহার উদ্দেশ্যে রওনা হয়েছে পুণ্যার্থীদের চতুর্থ দল। এই দলে রয়েছেন ৬,৯৭৯ জন পুণ্যার্থী। গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা, ৩৮ দিন ব্যাপী অমরনাথ যাত্রার সমাপ্তি ১৯ আগস্ট। বিগত দু'দিনে ২৬,৮০০-র বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন।

অমরনাথ যাত্রা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এক পুণ্যার্থী বলেছেন, "চিন্তার কিছু নেই। প্রতিটি ভারতীয়ের আমাদের ভারতীয় সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রয়েছে। তাঁরা আমাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে। একইভাবে, বাবা বরফানির নাম জপের মাধ্যমে, আমরা নিরাপদে দর্শন পাব।" শনিবার সকালে ভগবতী নগর বেস ক্যাম্প থেকে ৩১২টি গাড়িতে চেপে ৬,৯৭৯ জন পুণ্যার্থী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদের মধ্যে ২,৭৫৩ জন বালতাল বেস ক্যাম্পে যাবেন, বাকি ৪,২২৬ জন যাবেন নুনওয়ান বেস ক্যাম্পে (পহেলগাম বেস ক্যাম্প)।

You might also like!