কলকাতা, ৩ জুলাই : অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় ম্যাচের প্রথম দিন শেষে ভারতের রান ৫ উইকেটে ৩১০।
১২ চারে ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত আছেন গিল। অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় তিনি। গিলের আগে আছেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি।
গিলের সঙ্গে অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে চল্লিশ পেরিয়ে খেলছেন রবীন্দ্র জাদেজা। সম্ভাবনা জাগিয়ে অল্পের জন্য শতরান পেলেন না ওপেনার হিসেবে ব্যাট করতে নামা জয়সওয়াল। সেঞ্চুরির থেকে ১৩ রান দূরে থেকে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩৯ ইনিংসে জয়সওয়ালের রান হলো ১ হাজার ৯৯০। পরের ইনিংসে ১০ রান করতে পারলেই টেস্টে ভারতের হয়ে দ্রুততম ২ হাজার রানের রেকর্ড স্পর্শ করবেন তিনি।
এজবাস্টন টেস্টে ভারত শক্ত ভিত পেয়ে গেলেও গিলের জন্য ম্যাচের শুরুটা কিন্তু সুখকর ছিল না। টস হারেন তিনি টানা দ্বিতীয় টেস্টে। নিজেদের ৫৯১ টেস্টের মধ্যে ৩০০টিতে টস হারল ভারত।
হেডিংলি টেস্ট থেকে এই ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে ভারত। দলের বোলিং আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বুমরাহর জায়গায় সুযোগ পেয়েছেন আকাশদীপ। আগের টেস্টে অভিষিক্ত সাই সুদর্শন ও শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে নেওয়া হয়েছে নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরকে।