International

5 hours ago

PM Modi five-nation tour highlights: ত্রিনিদাদ ও টোবাগোয় উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

Trinidad and Tobago PM Kamla Persad-Bissessar welcomes Narendra Modi in Indian attire
Trinidad and Tobago PM Kamla Persad-Bissessar welcomes Narendra Modi in Indian attire

 

নয়াদিল্লি ও পোর্ট অব স্পেন, ৪ জুলাই : পাঁচটি দেশ সফরের দ্বিতীয় ধাপে ত্রিনিদাদ ও টোবাগো পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসর। তাকে ঘিরে আয়োজন করা হয়েছিল এক জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা ও গার্ড অফ অনার–এর। প্রধানমন্ত্রী মোদীর আগমনে বিমানবন্দরে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, সাংসদ এবং বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী মোদী জানান, পোর্ট অব স্পেনে পৌঁছালাম। প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসর এবং মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ। এই সফর দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে। ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর বন্ধুত্ব আগামী দিনে আরও ভাল জায়গায় পৌঁছক, এই কামনা করি।

You might also like!