দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃলেবুকে সুপার ফুডের মধ্যে রাখা হয়। তবে লেবুতে শুধু ভিটামিন সি রয়েছে তা নয়। ভিটামিন সি ছাড়াও লেবুতে থাকে পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে ভাবছেন তো এই শুকনো লেবু কীভাবে ব্যবহার করবেন, রইল টিপস।
পরিষ্কার করুন
লেবুতে অ্যাসিড থাকে। লেবু জলে ভিজিয়ে এক দুই ঘন্টা রেখে দিন। তারপর তাতে সামান্য বেকিং সোডা এবং কিছু সাবান গুঁড়ো দিন। তারপর সেটি একটি বোতলে ভরে নিন। তারপর আপনার ঘরের নোংরা বেসিন, বাথরুম এটি দিয়ে পরিষ্কার করুন। এতে খুব সহজেই আপনার নোংরা জিনিস পরিষ্কার হয়ে যাবে।
ভেষজ চা করে খেতে পারেন
শুকনো লেবু থেকে চাও তৈরি করতে পারেন। যা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। চা খেলে আপনার ত্বক উজ্জ্বল হবে। ওজন কমবে। সারা রাত এই লেবু ভিজিয়ে রাখুন। তারপর সেই লেবু জলে ভালোভাবে চা পাতা দিয়ে ফোটান। তারপর তাতে সামান্য মধু দিয়ে দিন। এটি খেতেও খুব ভালো লাগবে। সেই সঙ্গে শরীরও সুস্থ থাকবে। ত্বক উজ্জ্বল ও টানটান থাকবে।
খাবারে দিন শুকনো লেবু
আপনি শুকনো লেবু দিয়ে অনেক রান্না করতে পারেন। যাতে খাবারের স্বাদ আরও বেড়ে যায় তারজন্য। যখন আপনি স্যুপ করবেন বা জুস তৈরি করবেন তখন কিন্তু শুকনো লেবু কেটে দিতে পারেন। আবার রান্না করার পর যখন খাবার পরিবেশন করবেন তখন ওপর দিয়ে লেবু কেটে ছড়িয়ে দিতে পারেন। এটি দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তাই দেরি না করে আজ থেকেই শুকনো লেবু এই উপায়ে ব্যবহার করুন।