Life Style News

1 year ago

Organic Sindoor: গাছের ফল থেকেই তৈরি করে ফেলুন অরগ্যানিক সিঁদুর!

Organic Sindur (File Picture)
Organic Sindur (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিঁথির সিঁদুরে বদলে যায় মেয়েদের রূপ। এই উপাদানেই নজর কাড়েন বিবাহিত মহিলারা থেকে শুরু করে বিয়ের কনেরা। তবে অরগ্যানিক সিঁদুর কি উপায়ে তৈরি করতে পারবেন জেনে নিতে পারেন। 

র্গ্যানিক সিঁদুরের অন্যতম উৎস হল ক্যামেলিয়া ট্রি বা কুমকুম-সিঁদুর গাছ। এই সিঁদুর গাছের অন্য নাম কুমকুম গাছও। এই গাছের ফলের বীজে মেলে প্রাকৃতিক রঙ। সেই বীজের গুঁড়ো থেকে তৈরি হয় লাল ডাই। সেই ডাই দিয়েই তৈরি হয় লিকুইড সিঁদুর। শুধু সিঁদুর নয়, এই ক্যামেলিয়া ট্রি বা কুমকুম-সিঁদুর গাছের ফল থেকে তৈরি হয় লিপস্টিকও। ফলের বীজের গুঁড়ো দিয়ে রাঙানো যায় ঠোঁটও। অরগ্যানিক লিপস্টিক হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয়।

You might also like!