Life Style News

7 months ago

Relationship Tips: রোজ রোজ টাকা ধার চায় প্রেমিকা? এই উপায়ে বদলান তাঁর মানসিকতাকে

Relationship Tips (File Picture)
Relationship Tips (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রয়োজন পড়লে কাছের মানুষকে টাকা ধার দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এর মধ্যে সত্যিই মহত্ব খুঁজতে যাওয়ার কোনও কারণ নেই। তবে তাই বলে আবার কোনও কারণ ছাড়া কাউকে ধার দিতে যাবেন না। এমনকী আপনার প্রেমিকাও যদি কথায় কথায় টাকা ধার চান, তাহলে প্রথম থেকেই সেদিকে নজর দিন। নইলে যে বড় বিপদ।

তবে অনেক পুরুষের ব্যক্তিত্ব দৃঢ় হয় না। তাই তাঁরা প্রেমিকার সামনে মুখে রা কাটতেও পারেন না। আর এই সুযোগে প্রেমিকাও টাকা ধার নিয়ে ফেরত দেওয়ার নাম করেন না। তাই পরিস্থিতি এতটা গুরুতর দিকে যাওয়ার আগেই এই সমস্যার একটা সহজ সমাধান করতে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করবে এই প্রতিবেদনে উল্লেখিত কয়েকটি টিপস। তাই ঝটপট এই নিবন্ধটি পড়ে নিন।

কারণ জানতে চান​

কারও কাছে টাকা ধার চাওয়ার নিশ্চয়ই কোনও কারণ থাকবে। তাই এবার থেকে প্রেমিকা টাকা ধার চাইলে তার কাছে এর কারণ জানতে চান। এই কাজটা প্রথমবার করলেই তাঁর মনে একটা জোর আঘাত পৌঁছে যাবে। তারপর তিনি আপনাকে কারণটা বলে দিলেও দিতে পারেন। আর সেই কারণ শোনার পর যদি আপনার মনে হয় টাকা ধার দেবেন, তাহলে দেবেন। নচেৎ সোজা বারণ করে দিন।

টাকা চান ফেরত​

তিনি কি এর আগে টাকা নিয়ে তা ফেরত দিয়েছেন? যদি এই প্রশ্নের উত্তর না হয়, তাহলে এরপর থেকে তিনি যখনই টাকা চাইলে আসবেন, তখনই তাঁকে পুরনো ধারের কথা মনে করিয়ে দিন। এমনকী হাসতে হাসতে তাঁর কাছ থেকে টাকা ফেরত চান। ব্যস, এই কাজটা করলেই প্রেয়সীর মনে জোর ধাক্কা লাগবে। তিনি বুঝতে পারবেন যে আপনার কাছ থেকে আর টাকা চাওয়া যাবে না। তাই এবার সুযোগ এলেই এই চালটা চেলে দিন।

নিজেই সামলান​

কোনও প্রয়োজনের অজুহাত দেখিয়ে যদি প্রেমিকা টাকা ধার চান, তাহলে তাঁর হাতে টাকা না দিয়ে সেই সমস্যার নিজেই সমাধান করে দিন। অর্থাৎ তিনি যদি বলেন যে তাঁর ব্যাগটা ছিঁড়ে গিয়েছে, তাই তিনি আপনার কাছ থেকে টাকা ধার চাইছেন, তাহলে তাঁর হাতে টাকা না দিয়ে সোজাসুজি ব্যাগ কিনেই দিন। এই কাজটা করলেই কিন্তু তাঁর কাছে বার্ত যাবে যে আপনি আর তাঁর হাতে টাকা দেবেন না। আর তখন তিনি নিজেকে বদলে নিলেও নিতে পারেন।

না বলা অভ্যাস করুন​

ভালো মানুষেরা সাধারণত 'না' বলার কাজে অপারগ হন। আর তাঁদের এই স্বভাবেরই ফায়দা তোলেন সকলে। তাই এবার থেকে প্রেমিকা যদি নিয়মিত টাকা ধার চান, তাহলে মনের ভিতরে সাহস সঞ্চয় করে তাঁকে না বলুন। হলফ করে বলতে পারি, আপনার মুখ থেকে না শোনার পরই তিনি একবারে চমকে যাবেন। তারপর থেকে তিনি আর আপনার কাছে টাকা চাইবেন না।

দূরে সরে যান​

এই যুগে মনের মতো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন কাজ। তাই শত বারণ করার পরও যদি প্রেমিকা আপনার কাছে টাকা চেয়েই যান, তাহলে বুঝবেন ডালের মধ্যে সত্যিই কোথাও কালো রয়েছে। তাই এই ধরনের সম্পর্ক থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে আসুন। নইলে আগামীদিনে আপনার দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কাই বাড়বে।


You might also like!