Life Style News

2 years ago

Lipstick:নিয়মিত লিপস্টিক ব্যবহার করেন! তাহলে অবশ্যই জেনে রাখুন

Lipstick
Lipstick

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঠোঁটকে আকর্ষণীয় ও মোহময়ী করে তোলার জন্য লিপস্টিকের তুলনা নেই। লিপস্টিক ঠোঁটের শোভা বাড়ালেও, লিপস্টিকের রয়েছে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। প্রতিদিন লিপস্টিক ব্যবহার করলে এই উপাদানগুলো থেকেই ঠোঁটের ত্বকে নানারকম সমস্যা দেখা দিতে পারে। তাই লিপস্টিক লাগানোর আগে ও পরে নিতে হবে একটু বাড়তি সতর্কতা। আর করতে হবে ঠোঁটের নিয়মিত যত্ন।

লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে এটি লিপস্টিকের ক্ষতিকারক প্রভাব অনেকটাই কম হবে ।

ম্যাট এবং লং লাস্টিং লিপস্টিক যতটা সম্ভব এড়িয়ে চলুন।

ঘরে ফিরেই লিপস্টিক তুলে ফেলুন। তারপর ঠোঁটে ভ্যাসলিন লাগিয়ে নিন।

ঠোঁট থেকে চামড়া উঠলে বা ঠোঁট শুকিয়ে গেলে সেই লিপস্টিক ব্যবহার বন্ধ করে দিন।

গাঢ় রঙের লিপস্টিক এড়িয়ে চলাই ভালো।

লিপস্টিক লাগানোর পর ঠোঁট জিভ দিয়ে চাটা উচিত নয়।

খাবার সময় লিপস্টিক তুলে ফেলা উচিত।

প্রতিদিন লিপস্টিক ব্যবহার করা উচিত নয়। 

You might also like!