Life Style News

2 weeks ago

Kissing: চুমু খেলে চোখ বন্ধ হয়ে আসে? জানেন এটি কীসের লক্ষণ? লজ্জা নাকি অন্য কিছু

Kissing
Kissing

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চুমু হল গভীর আবেগের বহিঃপ্রকাশ। অন্তরের ভালোবাসা যখন বাহ্যিক রূপ নেয়, তখন মানুষ সেটি প্রকাশের মাধ্যম হিসেবে চুমুকে বেছে নেয়। কিন্তু চুমু খেতে গেলে চোখ বন্ধ হয়ে যায় কেন? কখনও ভেবে দেখেছেন কি এটি।

অনেকে মনে করেন, এর পিছনে রয়েছে লজ্জা। কেউ কেউ আবার মনে করেন, মুখের অত কাছে আর একজন থাকায় চোখ আপনা থেকে বন্ধ হয়ে যায়। সত্যিই কি তাই? কী বলছে বিজ্ঞান? জেনে নেওয়া যাক।

গবেষকরা বলছেন, চুম্বনের মতো ক্ষেত্রে মস্তিষ্ক স্পর্শের অনুভূতি পেতে চায়। সেই মুহূর্তে শরীর অন্য কোনও অনুভূতি পেতে চায় না। এটি চোখ বন্ধ হওয়ার প্রধান কারণ।


You might also like!