Life Style News

1 year ago

Skin Care : শীতে জেল্লাদার ত্বক পেতে রুপটানে রাখুন দেশী ঘি

Skin Care with Deshi Ghee
Skin Care with Deshi Ghee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘি খুবই স্বাস্থ্যকর সে আমাদের সবারই জানা, সুস্বাস্থ্য বজায় রাখতে বা ওজন বাড়াতে বা শরীরকে ভিতর থেকে ইমিউন করতে ঘি সবথেকে ভাল উপাদান। 

তবে ঘি কেবল শরীরকে ভিতর থেকেই যে কেবল সুস্থ রাখে তা নয় ত্বকের জেল্লা বাড়াতেও ঘি এর জুড়ি মেলা ভার। ঘিতে অ্যান্টি-অক্সিডেন্টও পাওয়া যায়, এছাড়াও ভিটামিনে সমৃদ্ধ এই উপাদান ত্বকের জেল্লা বারাতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি-এজিং প্রপার্টিস যা বলিরেখা কমাতে কার্যকর। এর ফলে ত্বকে টানটান ভাবও দেখা দেয়।মুখে চুলকানি থাকলেও ঘি লাগালে উপকার পাওয়া যায়।শুষ্ক ত্বক আর্দ্র করতে  ঘি  ব্যবহার করা যেতে পারে। ঠোঁটে ঘি লাগালে ঠোঁট ফাটার সমস্যা চলে যায়।চোখের নিচের কালো দাগ দূর করতে প্রতিদিন রাতে ঘি লাগানো যেতে পারে।   

ত্বকের যত্নে ঘি এর ব্যবহার জানতে আমাদের জীবন ধারা বিভাগ টি দেখতে থাকুন।  

ঘি ও হলুদ

একটি পাত্রে প্রয়োজন অনুযায়ী ঘি ও আধ চামচ হলুদ নিতে হবে। এই মিশ্রণটি ভাল করে মিশিয়ে মুখে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলতে হবে। এতে মুখ উজ্জ্বল হবে। তালুতে ঘি নিয়ে মুখে ভাল করে ঘষে নিন। এতে ত্বক উজ্জ্বল হবে। রাতে ঘুমানোর আগে চোখের নিচে ঘি লাগালে ডার্ক সার্কেলের সমস্যা দূর হয়। ঘি আঙ্গুলে নিয়ে ব্রণের উপরও লাগাতে পারেন। 

ঘি ও বেসন

ব্রণ দূর করতেও ঘি কার্যকর। ঘি এবং বেসন একসঙ্গে মিশিয়ে মাখলে মুখের দাগ সহজে দূর হয়।মুখের কালো দাগ দূর করতে ১ চামচ বেসন, ১ চিমটি হলুদ এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে হবে। এই ফেসপ্যাকটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।

ঘি এবং জাফরান

বলিরেখা কমাতে এবং ঘি এর বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্য পেতে ঘি এর সাথে জাফরান মিশিয়ে মুখে লাগাতে হবে। এক থেকে দেড় চা চামচ ঘি নিতে হবে এবং এতে ৩ থেকে ৪টি জাফরান মেশাতে হবে।

You might also like!