Life Style News

3 months ago

Traveling by plane without coconuts:এই ফল নিয়ে গেলেই আর উঠবে পারবেন না বিমানে! জানেন কোন ফল?

Traveling by plane without coconuts
Traveling by plane without coconuts

 

দুরন্ত বার্তা নিউজ ডেস্কঃ- বিমানে ভ্রমণ করতে সকলেই ভালোবাসেন। বিমানে ভ্রমণ করতে হলে পিস্তল, যে কোনো আগ্নেয়াস্ত্র (লাইসেন্স করা হলেও) নেল কাটার, ব্লেড, মাছ, মাংস, পেন্সিল ব্যাটারি, ম্যাচ বাক্স, লাইটার, প্লাস, কাচি, ছুরি, ছুচ-সিরিঞ্জ, স্ক্রু ড্রাইভার, কাঁটা চামচ, মরিচের গুঁড়ো, সেভিং ফোম, ক্রিকেট ব্যাট সহ ইত্যাদি জিনিস নিয়ে বিমানে ওঠা যায় না। তবে এমন একটি ফল আছে, যেটা নিয়ে বিমানে উঠলেই চরম হেনস্তার মুখে পড়তে হবে।

কি সেই ফল?

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, গোটা হোক বা শুকনো, কোনওভাবেই নারকেল নিয়ে বিমানে চড়া যাবে না। অনেক সময়ে প্রসাদ হিসাবে শুকনো নারকেল দেওয়া হয়। এক রাজ্য থেকে অন্য রাজে বা এক দেশ থেকে অন্য দেশে গেলে, যাত্রীদের অনেক সময় প্রসাদ নিয়ে যাওয়ার রেওয়াজ রয়েছে। প্রসাদে এমনিতে সমস্যা না হলেও, শুকনো নারকেল থাকলেই কিন্তু আটকে দিতে পারে বিমান সংস্থা। বিমান সংস্থার তরফে জানা গিয়েছে, শুকনো  নারকেল দাহ্যপদার্থ। নারকেলের তেলের কারণে এটিকে তেলের দাহ‍্য পদার্থের তালিকায় ফেলা হয়। ফলে বিমানে বিপদ এড়াতেই চেক-ইন হোক বা কেবিন ব্যাগ, কোনওটাতেই নারকেল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। 

You might also like!