Life Style News

6 months ago

Tomato Face Pack: টোম্যাটো দিয়ে কিভাবে তুলবেন ট্যান? জানুন

Tomato (File Picture)
Tomato (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছাতা ছাড়া বাইরে বেরোলে যে শুধু রোদের দাপটে ঘাম হচ্ছে তা নয়, ট্যানও পড়ছে। পা ঢাকা জুতো, কিংবা ওড়না দিয়ে মুখ ঢেকে বেরোলোও লাভ হচ্ছে না কোনও। রোদের আঁচ পড়ছেই গায়ে। সাজগোজ যতই শৌখিন হোক, রোদে পোড়া দাগ আড়াল করা যায় না। সেই দাগ তুলতে পার্লারে ছুটতে হয়। অথচ ঘরোয়া উপায়েই কিন্তু ট্যান দূর করা যায়। বেশি কিছুর প্রয়োজন নেই। টম্যাটোর গুণেই ত্বকে আসবে নজরকাড়া জেল্লা, রোদের পোড়া দাগ নিমেষে উধাও হয়ে যাবে।

টম্যাটো এবং লেবুর রস

ত্বক থেকে রোদে পোড়া দাগ তুলতে টম্যাটোর ক্বাথের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ দেহের পোড়া অংশে মেখে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তবে মুখে মাখার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ত্বকে এই মিশ্রণ মাখলে জ্বালা করতে পারে। তেমন হলে সঙ্গে সঙ্গে ধুয়ে নিন।

টম্যাটো এবং দই

একটি পাকা টম্যাটোর ক্বাথের সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন। মুখ ছাড়াও রোদে দেহের অন্যান্য অংশেও ট্যান পড়ে। সেই সব অংশে স্নানের আগে মেখে নিন এই মিশ্রণ। মিনিট পনেরো রেখে স্নান করে ফেলুন। ট্যান পালাবে।

You might also like!