Life Style News

9 months ago

Depression-Body Temperature: সারাক্ষণ গা গরম? আপনি ডিপ্রেশনের শিকার নন তো? কী বলছে গবেষণা?

Depression-Body Temperature
Depression-Body Temperature

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারাক্ষণ গা ছ্যাঁক ছ্যাঁক করছে, থার্মোমিটারে মাপলে দেখা যাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এমনটা আপনার হচ্ছে না তো? সতর্ক হোন। সাম্প্রতিক এক গবেষণা বলছে, গা গরম থাকা কিন্তু অবসাদের লক্ষণ।তবে গা গরম থাকার কারণে অবসাদ হয়, নাকি ডিপ্রেশনের শিকার হলে দেহের তাপমাত্রা বেড়ে যায়, সে নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছননি গবেষকরা।

সায়েন্টিফিক রিপোর্টে প্রকাশিত গবেষণাটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একদল গবেষক। ১০৬ টি দেশের ২০,০০০ মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন। ২০২০ সালে প্রায় ৭ মাস সময় ধরে সমীক্ষাটি চালানো হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, সারাদিনে দেহের তাপমাত্রার ওঠানামা যাদের কম, তাঁদের ডিপ্রেশন স্কোর বেশি।

You might also like!