Life Style News

1 day ago

NCRTC recruitment 2025: সরকারি সংস্থায় চাকরির বড়ো সুযোগ! NCRTC-র তরফ থেকে প্রকাশ পেল গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

National Capital Region Transport Corporation-NCRTC
National Capital Region Transport Corporation-NCRTC

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরি মানেই যুবক-যুবতীর মন খুশিতে উল্লোসিত হয়ে ওঠে। এবার সামনে আসলো তেমনই এক চাকরির সুযোগ। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড (National Capital Region Transport Corporation-NCRTC) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রাম অ্যাসোসিয়েট সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যারা সরকারি চাকরির খোঁজ করছেন তাঁদের কাছে এটি সেরা অপশন।

 * ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড (NCRTC) ৭২ টি শূন্যপদের জন্য নিয়োগ (NCRTC recruitment 2025) করবে। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সিভিল), প্রোগ্রাম অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট এইচআর, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি এবং জুনিয়র মেনটেইনার সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। আবেদনের আগে NCRTC এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে।

* আগামী ২৪শে এপ্রিল পর্যন্ত অনলাইনে এই শূন্যপদের জন্য আবেদন (NCRTC recruitment 2025) করতে বলা হয়েছে। এজন্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। এজন্য এই লিঙ্কে - ncrtc.in - ক্লিক করে আবেদন করতে বলা হয়েছে। ওয়েবসাইট খুললেই NEW REGISTRATION অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে আবেদন করতে পারবেন।

* এই শূন্যপদে আবেদন (NCRTC recruitment 2025) করতে হলে আবেদনকারীকে ডিপ্লোমা, বিসিএ, বিএসসি (কম্পিউটার সায়েন্স), বিবিএ, বিবিএম, হোটেল ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কিংবা আইটিআই (এনসিভিটি/এসসিভিটি প্রত্যয়িত) এর মতো যোগ্যতা থাকলেও এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৫ বছর।

You might also like!