Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Life Style News

7 months ago

Diabetes: ডায়াবেটিস থেকে সাবধান! মেনে চলুন কয়েকটি নিয়ম

Diabetes
Diabetes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডায়াবিটিস একটি জটিল অসুখ।এ রোগ এমনই বেয়াড়া যে, সামান্য অনিয়ম হলেই মাথাচাড়া দিয়ে ওঠে। একসঙ্গে দেখা দেয় অনেক সমস্যা। তাই বছরভর বেশ আতঙ্কেই থাকেন ডায়াবেটিসের রোগীরা। এটা খাওয়া যাবে না, ওটা করা যাবে না— শখ-আহ্লাদ পূরণের তালিকা থেকে বাদ গিয়েছে পছন্দের অনেক কিছুই। তবে এতটা চাপে না থাকলেও চলবে। খালি মেনে চলতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সারাবছর একদম ফিট থাকবেন ডায়াবেটিস আক্রান্তরা।

আজকের দিনে দাঁড়িয়ে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ। সমগ্র বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও ডায়াবেটিস আক্রান্ত-র সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা অনুসারে বর্তমানে বিশ্বে ৫২৯ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ICMR-এর একটি সমীক্ষা অনুসারে, ২০১৯ সালে ৭০ মিলিয়ন লোকের তুলনায় ভারতে এখন ১০১ মিলিয়নেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বেশিরভাগ ক্ষেত্রেই টাইপ থ্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত হচ্ছে সকলে। যা স্থূলতার মতো সমস্যাকে বাড়িয়ে তোলে।

ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে মেনে চলুন নিম্নলিখিত টিপসগুলিঃ

১) ব্যায়াম আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবে। প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট ব্যায়াম করুন। ব্যায়াম শরীরের ইনসুলিন (ডায়াবেটিসের সঙ্গে যুক্ত একটি হরমোন) ব্যবহার করার এবং গ্লুকোজ শোষণ করার ক্ষমতাকে উন্নত করে।

২) আপনার খাদ্যতালিকায় প্রথম এবং প্রধান পরিবর্তনগুলির মধ্যে একটি হল চিনি খাওয়া। সাদা প্রক্রিয়াজাত চিনির পণ্যগুলি ব্যবহার বন্ধ কর‍তে হবে। আপনার ডায়েটে প্রোটিন রাখুন কার্বোহাইড্রেট কমিয়ে দিন। প্যাকেটজাত খাবার এড়িয়ে চলাই ভালো। 

৩) চিকিৎসকরা জানান, অতিরিক্ত ওজন টাইপ টু ডায়াবেটিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। স্থূলতা এই রোগকে আরও বৃদ্ধি করে। তাই আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ করা এবং আপনার BMIপরীক্ষা করা ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। 

You might also like!