কলকাতা, ৬ জুলাই : সদ্যপ্রয়াত শিল্প-প্রশাসক সুসীম মুকুল দত্তকে শ্রদ্ধা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
রবিবার তথাগতবাবু এক্সবার্তায় লেখেন, “চলে গেলেন কর্মবীর সুসীম মুকুল দত্ত, যিনি হিন্দুস্থান ইউনিলিভারের কর্ণধারের দায়িত্বে ছিলেন দীর্ঘ সাত বছর। পশ্চিমবঙ্গে বাঙালির ছেলেমেয়েদের এঁদের মত মানুষের বা সুদূর অতীতের স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আলামোহন দাশ, ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত (বেঙ্গল ইমিউনিটি), নরেন্দ্রচন্দ্র দত্ত (ইউনাইটেড ব্যাংক) মত মানুষের জীবনী পড়ানো হয় না, বলা হয় না, ‘এঁদের মত হবার চেষ্টা কর’। এরকম কথা শেষ বলেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তারপর বামপন্থী কুশিক্ষায় ও তৃণমূলী অশিক্ষায় বাঙালি ছেলেমেয়েদের মেরুদন্ড বেঁকিয়ে দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, শনিবার সুসীম মুকুল দত্ত মুম্বাইয়ে প্রয়াত হন।