কলকাতা, ২৮ নভেম্বর : শহর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান শ্যামবাজারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ট্র্যাফিক পুলিশের কিয়স্কের ধারে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। মঙ্গলবার সকালে শ্যামবাজার স্ট্রিটে এভি স্কুলের উল্টোদিকে ট্রাফিক পুলিশের কিয়স্কের পাশে রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়েরাই। ট্রাফিক পুলিশের কিয়স্কের সামনেই পড়েছিল দেহ। স্থানীয়েরা তা দেখে থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মাথার পিছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আর জি কর হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি পেশায় রাঁধুনি। এলাকায় রান্নার কাজ করতেন তিনি। কী ভাবে তাঁর মৃত্যু হল, কে বা কারা এর সঙ্গে জড়িত, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।