লখনউ, ২৯ এপ্রিল : দুদিনের সফরে মঙ্গলবার উত্তর প্রদেশে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লখনউ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কংগ্রেসের নেত্রী আরাধনা মিশ্র মোনা, কংগ্রেস রাজ্য সভাপতি অজয় রাই এবং অন্যান্য নেতারা। এদিকে, মঙ্গলবার রায়বরেলিতে রাহুলের সফরের মধ্যেই দেখা গেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে হোর্ডিং ও পোস্টার। সেখানে লেখা আছে 'জাতপাত দিয়ে আমাদের ভাঙার চেষ্টা করলে জাতীয়তাবাদ দিয়ে ঐক্য গড়া হবে। এই পোস্টার নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে সোশ্যাল মিডিয়ায় তরজা শুরু হয়। উল্লেখ্য, রাহুল গান্ধী তাঁর বিগত সফরে এসে প্রশাসনিক আধিকারিকদের জাত নিয়ে প্রশ্ন তুলেছিলেন।